শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডাচ্-বাংলা ব্যাংক: পরিবারিক স্বার্থে বিতর্কিত ভবন কেনাবেচা জলবায়ু পরিবর্তনে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে ভুগছে অঙ্গীকারনামার ৫নং দফা সংশোধন করা হয়েছে: আলী রীয়াজ সংসদ ভবনের গেটে ৩ দফা দাবি নিয়ে জুলাই যোদ্ধারা অর্থবছরের প্রথম প্রান্তিকে রেকর্ড রাজস্ব অর্জন: এনবিআরের নতুন সফলতা শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি: শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে এবি পার্টি নির্বাচন সূচনায়, ১০৯ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত আর্জেন্টিনা দলের গর্বিত স্পন্সর হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন হতাশা ভুলে নতুন উদ্দীপনায় ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিংয়ে
  • আজ প্রাক্তনকে ক্ষমা করার বিশেষ দিন

    আজ প্রাক্তনকে ক্ষমা করার বিশেষ দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাধারণত দুই নারী-পুরুষের মধ্যে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক শুরুতে আবেগে ভরপুর হয়। কিছুদিন বা দীর্ঘ সময় পর সেই সম্পর্কে ফাটল ধরতে পারে। অনেকেই এ ধরনের পরিস্থিতি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। সম্পর্ক ভেঙে গেলে অধিকাংশ মানুষ প্রাক্তনের প্রতি জমিয়ে রাখে অসংখ্য অভিযোগ ও তীব্র ঘৃণা—মনে হয় যেন বুকের ওপর একটি অচল পাথর চাপা পড়ে। তবে যদি প্রাক্তনকে নিঃশর্তভাবে ক্ষমা করা যায়, তাহলে ফলাফল কি ভিন্ন হতে পারে?

     আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০১৮ সালে প্রথমবারের মতো এই বিশেষ দিবসটির সূচনা হয়। মূল উদ্দেশ্য- ভাঙা সম্পর্কের কষ্ট ভুলে মানুষ যেন প্রাক্তনকে ক্ষমা করে মন থেকে হালকা হয়ে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারে।

    সম্পর্ক যতই খারাপভাবে শেষ হোক না কেন, দিনের শেষে সব মানুষই শান্তি চায়। আর সেই শান্তি আসে ক্ষমার মধ্য দিয়েই। বিশেষজ্ঞদের মতে, পুরোনো ক্ষোভ ও রাগ মনের ওপর চাপ ফেলে। তাই সময় এসেছে সেই অনুভূতিগুলোকে বিদায় জানানোর।

    আজকের দিনে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনকে ক্ষমা করার বার্তা দিচ্ছেন। কেউ লিখছেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম,’ কেউ বা বলছেন, ‘অতীতের কষ্ট মুছে নতুন করে শুরু করতে চাই।’

    এই দিনটি তাই শুধু প্রেমভাঙার গল্প নয়, বরং জীবনের নতুন শুরু করার প্রেরণা। সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন, প্রাক্তনকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই হতে পারে সবচেয়ে সুন্দর প্রতিশোধ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন