আর্জেন্টিনা দলের গর্বিত স্পন্সর হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন


বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে। ওয়ালটন এখন আর্জেন্টিনা দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করবে।
এর মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ত্ব ওয়ালটনের হাতে এসেছে। ভবিষ্যতে ওয়ালটনের পণ্যে মেসি, মার্টিনেজসহ দলের অন্যান্য তারকাদের ছবি এবং ব্র্যান্ডিং কার্যক্রম দেখা যাবে। ওয়ালটন আশা করছে, এই অংশীদারিত্ব প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক স্তরে শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।
স্পন্সরশিপের ফলে ওয়ালটনের ব্র্যান্ডিং কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ফুটবল প্রেমীদের মধ্যে ওয়ালটনের উপস্থিতি শক্তিশালী হবে।
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ওয়ালটনের মধ্যে এ উপলক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামি এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন এবং এএফএ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ফেসবুক পেইজে ওয়ালটনের সঙ্গে এই পার্টনারশিপের ঘোষণা দিয়ে পোস্ট করেছে এএফএ। যেখানে ওয়ালটনের অত্যাধুনিক সুবিশাল কারখানা ও বিভিন্ন পণ্যের সঙ্গে দেখা গেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। এর আগে অফিশিয়াল ওয়েসবাইটেও অন্যান্য স্পন্সরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশ করেছে এএফএ।
বিশ্বের শতাধিক দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে কাজ করছে ওয়ালটন। ইতোমধ্যে ৫০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের লক্ষ্য অর্জনের পথ আরো সুগম হবে। ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠ মাতাবে আর্জেন্টাইন খেলোয়াড়েরা। আর ঘরে ঘরে বিশ্বজুড়ে ওয়ালটন মাতাবে কোটি কোটি ক্রেতার মন।
