আমিরাতে প্রত্যেক মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার নির্দেশ


সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবার দেশজুড়ে মসজিদগুলোতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ, সালাতুল ইস্তিসকার, অনুষ্ঠিত হবে। আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।
ইসলামী বিধান অনুযায়ী মুসলমানরা এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি ও অনুগ্রহ প্রার্থনা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুষ্ক ও খরার মৌসুমে এ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন।
আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেন, সালাতুল ইস্তিসকা একটি সামষ্টিক ইবাদত, যেখানে সমাজ ও আধ্যাত্মিকতার দিকটি একসঙ্গে প্রতিফলিত হয়। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে বৃষ্টি ও অনুগ্রহ একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই আসে, এবং কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রহমত প্রার্থনার গুরুত্ব অনুধাবন করা যায় এর মাধ্যমে।
আমিরাত কর্তৃপক্ষ সকল মুসল্লিকে আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে এই নামাজে অংশ নিতে আহ্বান জানিয়েছে। পরিবেশগত প্রয়োজনের মুহূর্তে আল্লাহর প্রতি ফিরে আসার গুরুত্ব তুলে ধরে তারা বলেছেন, দেশজুড়ে একযোগে এই নামাজ আমিরাতের ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার ধারাবাহিকতাকে আরও দৃঢ় করবে।
দৈএনকে/রে. আ
