নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিংয়ে

ছবি: সংগৃহীত

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। যদিও অস্ট্রেলিয়া শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, তবুও বাংলাদেশের নারী ক্রিকেটাররা যে কোনো অঘটন ঘটানোর ক্ষমতা রাখে।
বিশ্লেষকরা মনে করছেন, এই ম্যাচে কৌশলগত ও মানসিক প্রস্তুতির উপর ভর করে বাংলাদেশ দল অপ্রত্যাশিত জয়ও করতে পারে। সমর্থকরা আজ উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছেন—দেখার বিষয়, আজ কি বাংলাদেশ নারী ক্রিকেটাররা বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে সেমিফাইনালের স্বপ্ন রক্ষা করতে সক্ষম হবে।
বিশাখাপত্তনমে এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৪ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৩ জয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন