হংকং চায়না ম্যাচ শেষে ঢাকা পৌঁছেছে জামাল-রাকিবরা


এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ শেষ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে ফিরেছে। ঢাকায় ফেরার সময় দলের সঙ্গে ছিলেন না হামজা চৌধুরী, শমিত সরকার এবং ফাহমিদুল ইসলাম।
হামজা চৌধুরী হংকং চায়না থেকে সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন, শমিত সরকার কানাডায় ফেরার পথে থাকবেন, আর ফাহমিদুল ইসলাম ইতালির উদ্দেশ্যে যাত্রা করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।
দলের অন্যান্য সদস্যরা দেশের মাটিতে ফিরলেও এ তিন খেলোয়াড় তাদের আন্তর্জাতিক ভ্রমণসূচি অনুযায়ী বিভিন্ন দেশে ছুটছেন। দেশের সমর্থকদের উচ্ছ্বাসে প্লেনবন্দর কাঁপিয়ে ওঠে, আর দলের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, সবার স্বাভাবিক অবস্থা এবং স্বাস্থ্য ঠিক আছে।
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ দল। একই দিন ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় পায় সিঙ্গাপুর। ফলে ‘সি’ গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়।
গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হারে হ্যাভিয়ের কাবরেরার দল। সবশেষ হংকং চায়নার বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারার পরই কার্যত দলটি খাদের কিনারায় চলে গিয়েছিল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্পোর্টস পার্কে ফিরতি লেগে হংকং চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ম্যাচের ৩৪তম মিনিটে তারিক কাজী বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে হোঁচট খান, আর সেই সুযোগে হংকং চায়না ফরোয়ার্ড ফের্নান্দো পেরেইরাকে ফাউল করে বসেন তিনি। রেফারির বাঁশিতে পেনাল্টি, স্পট কিক থেকে নিখুঁত শটে ম্যাট অর গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের (১-০)।
৮৪তম মিনিটে আসে অপেক্ষার সমতা গোল। বাঁ দিক থেকে ফয়সাল ফাহিমের দারুণ ক্রসে ফাহামিদুলের হেড প্রতিহত হয়ে ফিরে আসে রাকিবের সামনে। বক্সের ভেতর থেকে এক নিখুঁত শটে গোল করে জালের ঠিকানা খুঁজে পান এই ফরোয়ার্ড। তার গোলেই ১-১ সমতায় ফেরে ম্যাচ, জীবিত থাকে বাংলাদেশের আশাও।
