বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি: শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে এবি পার্টি নির্বাচন সূচনায়, ১০৯ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত আর্জেন্টিনা দলের গর্বিত স্পন্সর হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন হতাশা ভুলে নতুন উদ্দীপনায় ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিংয়ে চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান ঢাকায় গ্রেপ্তার ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদের ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নির্বাচনি প্রচারণায় ইসির ৭ নির্দেশনা আজ ‘মার্চ টু যমুনা’: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি
  • ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযান

    ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি এবার প্রকাশ্যে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে কার্যকর করার নির্দেশ। এ নিয়ে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ট্রাম্প দাবি করেছেন, দেশটি থেকে মাদক পাচার ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অপরাধীদের প্রেরণ রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, কারাকাস অভিযোগ করেছে যে, মার্কিন প্রশাসন সরকার পতনের উদ্দেশ্যে সিআইএকে ব্যবহার করছে।

    ক্যারিবিয়ান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। মাদক পাচারের অজুহাতে কারাকাসের একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা।

    এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'কে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছে মার্কিন প্রসিডেন্ট। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও। তার দাবি, ভেনেজুয়েলা থেকে হাজার হাজার অপরাধী, মানসিক রোগীকে অবৈধভাবে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। পাচার করা হচ্ছে বিপুল মাদকও। এসব কারণেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি।

    ট্রাম্প বলেন, আমি দু'টি কারণে এর অনুমোদন দিয়েছি। প্রথমত, তারা তাদের কারাগারগুলো খালি করে দিয়েছে এবং সেই বন্দিদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। তারা সীমান্ত পেরিয়ে এসেছে, কারণ আমাদের সীমান্ত তখন কার্যত উন্মুক্ত ছিল। হাজার হাজার বন্দি, মানসিক রোগীকে তারা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। আর দ্বিতীয় কারণ হলো মাদক। ভেনেজুয়েলা থেকে প্রচুর মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, বিশেষ করে সমুদ্রপথে।

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ- মাদক পাচার ঠেকানো নয়, দেশটিতে অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যেই সিআইএকে অভিযানের অনুমোদন দেয়া হয়েছে। ভেনেজুয়েলার জনগণ ইরাক, লিবিয়ার মতো পরিস্থিতি দেখতে চায় না বলেও দাবি করেন তিনি।

    নিকোলাস মাদুরো বলেন, শাসনব্যবস্থার পরিবর্তন চাই না আমরা, যা আমাদের আফগানিস্তান, ইরাক, লিবিয়ার অন্তহীন ব্যর্থ যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। আমরা সিআইএ পরিচালিত অভ্যুত্থানও চাই না, যা আর্জেন্টিনায় ৩০ হাজার নিখোঁজকে স্মরণ করিয়ে দেয়। পিনোশিও'র অভ্যুত্থানে ৫ হাজার তরুণ নিহত আর নিখোঁজ হয়েছিলো। যুদ্ধ নয়, শান্তি চাই আমরা।

    প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের উসকানি মোকাবেলায় ব্যাপক রণপ্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। দলে দলে দেশটির সাধারণ মানুষ যোগ দিচ্ছে সামরিক বাহিনীতে।


    দৈএনকে/রে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন