চট্টগ্রামে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও বিমানবাহিনী


চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি তোয়ালে তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা ভবনটিতে থাকা ওই কারখানার পাঁচ, ছয় ও সাত তলায় আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’র ওই ভবনে পঞ্চম ও ষষ্ঠ তলা থেকে আগুন সপ্তম তলায় ছড়িয়ে পড়ে।
জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের পরই ভবন থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৯টি ইউনিটসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমানবাহিনীও। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা সম্পর্কে কিছুই জানাতে পারেননি এ কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
