বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান


আফগানিস্তান সিরিজ শেষ হবার সঙ্গে সঙ্গেই দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের জাকের-মিরাজরা। তবে দীর্ঘ বিশ্রামের সুযোগ নেই—একদিনের মধ্যেই তাদের ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে। বিসিবি সূত্র জানিয়েছে, দলের মূল খেলোয়াড়রা পুরোপুরি ফিটনেস ও প্রস্তুতিতে রয়েছেন এবং ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচগুলোতে সেরাটা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তান সিরিজের অভিজ্ঞতা টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছে।
ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না এলকেডির।
তার জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এর আগে ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সিরিজে খেলা হয়নি তার। তবে এবার ঘরের মাঠে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
আফগানিস্তান সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বিসিবি। নাহিদ রানা ও নাসুম আহমেদকে বাদ দেওয়া হয়েছে। আর সৌম্যর সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
