বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি: শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে এবি পার্টি নির্বাচন সূচনায়, ১০৯ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত আর্জেন্টিনা দলের গর্বিত স্পন্সর হিসেবে স্বীকৃতি পেলো ওয়ালটন হতাশা ভুলে নতুন উদ্দীপনায় ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা নারী ওয়ানডে বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাটিংয়ে চিফ প্রসিকিউটর বললেন, শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান ঢাকায় গ্রেপ্তার ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদের ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নির্বাচনি প্রচারণায় ইসির ৭ নির্দেশনা আজ ‘মার্চ টু যমুনা’: কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি
  • বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান

    বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্কোয়াডে নতুন সম্ভাবনার সন্ধান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তান সিরিজ শেষ হবার সঙ্গে সঙ্গেই দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের জাকের-মিরাজরা। তবে দীর্ঘ বিশ্রামের সুযোগ নেই—একদিনের মধ্যেই তাদের ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামতে হবে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে। বিসিবি সূত্র জানিয়েছে, দলের মূল খেলোয়াড়রা পুরোপুরি ফিটনেস ও প্রস্তুতিতে রয়েছেন এবং ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচগুলোতে সেরাটা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

    বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তান সিরিজের অভিজ্ঞতা টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে তারা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছে।

    ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না এলকেডির।

    তার জায়গায় দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এর আগে ভিসা জটিলতার কারণে আফগানিস্তান সিরিজে খেলা হয়নি তার। তবে এবার ঘরের মাঠে নিজের সেরাটা দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

     আফগানিস্তান সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বিসিবি। নাহিদ রানা ও নাসুম আহমেদকে বাদ দেওয়া হয়েছে। আর সৌম্যর সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

    বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

    বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন