তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ


অনেক বছর ধরেই মিরপুরের উইকেট নিয়ে চলছে সমালোচনা—রান পাওয়া দুষ্কর, ব্যাটাররা ভোগেন বিপাকে। এতদিন এর দায় ছিল সাবেক কিউরেটর গামিনি ডি সিলভার ওপর। তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় ইংলিশ কিউরেটর টনি হেমিংকে, উইকেটের স্বভাব বদলের আশায়।
কিন্তু নতুন কিউরেটর এসেও তেমন কোনো পরিবর্তন আনতে পারলেন না। মিরপুরের উইকেট আগের মতোই ধীর, টার্নে ভরপুর। স্পিনাররা পেয়েছেন প্রচুর সহায়তা, আর ব্যাটারদের পড়তে হয়েছে কঠিন পরীক্ষায়।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপে একের পর এক উইকেট পড়লেও, দৃঢ়তায় এক প্রান্ত ধরে রেখেছেন তাওহিদ হৃদয়। ক্যারিবিয়ান স্পিনারদের বিপক্ষে তিনি খেলেছেন দারুণ একটি ইনিংস, তুলে নিয়েছেন অর্ধশতক। তার লড়াকু ব্যাটিংয়েই কোনোরকমে দুইশ রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে বাংলাদেশ।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
