শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ৬১৯ বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান জুয়ার বিজ্ঞাপন চললেই ওয়েবসাইট বন্ধের নির্দেশনা কার্গো সেকশনে আগুন, শাহজালাল বিমানবন্দরের জরুরি ব্যবস্থা কার্যকর শহিদ মিনার এলাকায় শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিলের আয়োজন রাজধানীতে জুলাই সনদ সংঘর্ষে ৯০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের শহীদ ও আহত পরিবারকে অবহেলার অভিযোগ জুলাই সনদ অনুষ্ঠানে ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
  • ৪৮তম বিসিএস: স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

    ৪৮তম বিসিএস: স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৮তম বিসিএসের অধীনে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে ২১ অক্টোবর থেকে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার (তারিখ উল্লেখ করা যেতে পারে) জারি করা এক নোটিশে জানানো হয়, নির্ধারিত তারিখ অনুযায়ী মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

    নোটিশে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার সময়সূচি ও প্রার্থীদের উপস্থিতির নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রয়োজনীয় নথিপত্রসহ স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

    নোটিশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের আলোকে একসঙ্গে সংযুক্ত ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সাময়িকভাবে নির্বাচিত ২ হাজার ৮৬৯ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এতে আরও বলা হয়, আগামী ২১-২৩ অক্টোবর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে এ পরীক্ষা শুরু হবে। রাজধানীর নির্ধারিত ১০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    কেন্দ্রগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন