বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের


বিয়ে বাড়িতে যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়ায় বেপোরোয়া মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহী যুবকের। শুক্রবার (১৮ই অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আছুরিঘাট এলাকায় কুলাউড়া-জুড়ী মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই যুবক সালাউদ্দিন (২৫) বড়লেখা উপজেলার ভোলারকান্দি গ্রামের বাসিন্দা।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ বলেন, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে সামাদ নামের এক যুবক ছিলেন। তিনি সালাউদ্দিনের বন্ধু। আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে সালাউদ্দিন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তবে পেছনে থাকা সামাদ অক্ষত থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সালাউদ্দিনের ছোট ভাই ফাহাদ আহমদ বলেন, তাঁর ভাই কুলাউড়ার সাদীপুর এলাকায় তাঁদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গেছেন।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
