শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ৬১৯ বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান জুয়ার বিজ্ঞাপন চললেই ওয়েবসাইট বন্ধের নির্দেশনা কার্গো সেকশনে আগুন, শাহজালাল বিমানবন্দরের জরুরি ব্যবস্থা কার্যকর শহিদ মিনার এলাকায় শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিলের আয়োজন রাজধানীতে জুলাই সনদ সংঘর্ষে ৯০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের শহীদ ও আহত পরিবারকে অবহেলার অভিযোগ জুলাই সনদ অনুষ্ঠানে ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
  • সিরাজগঞ্জে ভোট প্রার্থনায় অমর কৃষ্ণ দাসের সমর্থন যাত্রা

    সিরাজগঞ্জে ভোট প্রার্থনায় অমর কৃষ্ণ দাসের সমর্থন যাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস।

    শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে তিনি শহরের একডালা, কালিবাড়ী বাজার (আমলাপাড়া)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

    এ সময় সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে অমর কৃষ্ণ দাস বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিজয় নিশ্চিত করতে হবে। এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক।

    প্রচারণাকালে অমর কৃষ্ণ দাসের সঙ্গে জেলা ও শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতে ধানের শীষের প্রতীকযুক্ত লিফলেট, ব্যানার ও পোস্টার নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জনসম্পৃক্ততা তৈরি করেন।

    নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতার নির্দেশে ধারাবাহিকভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বলেন, জনগণের মন এখন পরিবর্তনের পক্ষে, আর টুকুর নেতৃত্বেই সেই পরিবর্তন সম্ভব।

    স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও প্রচারণায় আগ্রহ প্রকাশ করে জানান, দীর্ঘদিন পর এভাবে নেতাদের সরাসরি মাঠে দেখতে পাচ্ছেন তারা। অনেকেই ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।

    প্রচারণার পুরো সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন