লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর উদ্যোগে জকশিন–পোদ্দার সড়কের সংস্কার কাজ


বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর উদ্যোগে লক্ষ্মীপুরের জকশিন–পোদ্দার সড়কটি সাময়িকভাবে সংস্কারের কাজ শুরু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) ভোর থেকে বালু ও আটা ফেলে সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করতে স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।
বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম হাওলাদার, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা এই সংস্কার কাজে অংশ নেন।
দীর্ঘদিন ধরে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং ভারী ড্রাম ট্রাক চলাচল ইটভাটায় মাটি সরবরাহের কারণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে লক্ষ্মীপুরের এই অঞ্চলের কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়ে। স্থানীয় পোদ্দার বাজার ও মিরিকপুর বাজারে পণ্য পরিবহনও প্রায় বন্ধ হয়ে যায়, যা এলাকাবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।
সম্প্রতি দৈনিক নতুন কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে এ সড়কের দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর নজরে আসে। পরবর্তীতে তাঁর নির্দেশে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দ্রুত সংস্কার কাজ শুরু করেন।
স্থানীয়রা বিএনপি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জকশিন থেকে পোদ্দার বাজার পর্যন্ত এভাবে সাময়িক সংস্কার করা হলে মানুষের চলাচল অনেক সহজ হবে। আমরা আশা করি, স্থায়ীভাবে সড়কটি দ্রুত সংস্কার করা হবে।”
এদিকে স্থানীয় এলাকাবাসী বিএনপি নেতাকর্মীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “দীর্ঘদিন পর রাজনৈতিক নেতাদের এমন জনকল্যাণমূলক কাজ দেখে আমরা সত্যিই আনন্দিত।”
