শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তাওহিদ হৃদয়ের ফিফটি, কিন্তু দুইশ পেরিয়েই থামল বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ৬১৯ বিমানবন্দর এলাকায় আগুন: সম্ভাব্য ক্ষতি এড়াতে সরানো হচ্ছে বিমান জুয়ার বিজ্ঞাপন চললেই ওয়েবসাইট বন্ধের নির্দেশনা কার্গো সেকশনে আগুন, শাহজালাল বিমানবন্দরের জরুরি ব্যবস্থা কার্যকর শহিদ মিনার এলাকায় শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিলের আয়োজন রাজধানীতে জুলাই সনদ সংঘর্ষে ৯০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের শহীদ ও আহত পরিবারকে অবহেলার অভিযোগ জুলাই সনদ অনুষ্ঠানে ব্যর্থতার শোচনীয় রেকর্ড ভাঙতে মাঠে নেমেছে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক চলমান শিক্ষক আন্দোলন নিয়ে বিএনপির প্রতিক্রিয়া
  • জাতির সামনে খসড়া প্রকাশের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

    জাতির সামনে খসড়া প্রকাশের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই সনদ সাক্ষরের আগেই জাতির সামনে প্রকাশ করা, রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ ও আহদের যোদ্ধাদের বীর জুলাই যোদ্ধা উপাধি দেয়া, গণহত্যাকারী আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ও তাদের জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পূর্ণ আইনি সুরক্ষা প্রদানসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে জেলার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা।

    বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড়ের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা।

    অন্যদের বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি। সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ পরিবারের সদস্যরা উপস্তি ছিলেন।

    জুলাই সনদ সাক্ষরের আগেই জাতির সামনে খসড়া উপস্থাপন করা, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করা ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

    সংবাদ সম্মেলনে তারা দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদ, আহত ও যোদ্ধাদের কাখিত স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। উপরোক্ত দাবি না মানা হলে আগামীর বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি নষ্ট হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন  তারা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন