পটুয়াখালীতে কালভার্ট ও রাস্তা সংস্কার করলেন জামায়াতে নেতাকর্মীরা


পটুয়াখালীর দশমিনায় কালভার্টের সংযোগ ও রাস্তা সংস্কার করে দিলেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলা এবং ইউনিয়ন জামায়াতের ইসলামের নেতাকর্মীরা মিলে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে বাঁশবাড়িয়া ইসলামিয়া সরকারি প্রথমিক বিদ্যালয় পর্যন্ত ৭ টি কালভার্টের সংযোগ সড়ক নির্মান করা হয়েছে।
জামায়াতের ইসলামীর নেতাকর্মী সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজার থেকে বগী বাজারের সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জামায়াতে ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তারা সবাই মিলে ইট-বালু ও সিমেন্ট দিয়ে কালভার্টের সংযোগ ও সড়কের খানাখন্দ সংস্কার করে মনিুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন।
এছাড়াও উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশ থেকে বাঁশবাড়িয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭টি কালভার্টের সংযোগ সড়ক নির্মান এবং আব্দুর রশিদ তালুকদার সরকারি ডিগ্রি কলেজ থেকে চরহোসনাবাদ বাজার পর্যন্ত ২ টি কালভার্ট ও সড়কের খানাখন্দ সংস্কার করা হয়। মাওলানা বেল্লাল হোসেন ও মাওলানা মহিউদ্দিন এর উদ্যেগে কালভার্টের সংযোগ ও খানাখন্দ সড়ক সংস্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা জামায়তে ইসলামে সাধারন সম্পাদক মাওলানা আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা মো. নুরুল আমিন, শাহ্ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আলম, যুব জামায়াতের সভাপতি হাজী শাহ আলম ও সাধারন সম্পাদক মো. রুমান মুন্সি সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় তারা বলেন-কালভার্টের সংযোগ ও সড়কের খানাখন্দ সংস্কার করে দিচ্ছি যাতে করে যানবাহন ও পথচারিরা চলাচল করতে পারে। আমরা সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় অংশগ্রহণ করবো আপনারা সবাই দোয়া করবেন।
