ইউনিভার্সিটি টিচার্স লিংক জাককানইবি চ্যাপ্টারের উদ্বোধন


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL)-এর বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন ও ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করেন ইউটিএল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা—এই চার মূলনীতিকে ধারণ করে ২০২৫ সালের জুলাই মাসে ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL) আত্মপ্রকাশ করে। জুলাই বিপ্লবের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে এই সংগঠন গঠিত হয়েছে, যার লক্ষ্য শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা এবং জাতীয় নীতিনির্ধারণে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায়—১৯৪৭ সালের আজাদি, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লব—থেকে ইউটিএল তার প্রেরণা নিয়েছে। এই তিন মাইলফলক বাংলাদেশের আত্মপরিচয়, স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে, ইউটিএল সেই ধারার ধারক ও বাহক হিসেবে কাজ করতে চায়।”
এ সময় তিনি ইউটিএল-এর মিশন, ভিশন ও সংগঠনের মৌলিক কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে নৈতিক ও আদর্শিক রূপান্তরের সময় চলছে। এই প্রেক্ষাপটে শিক্ষকদের শুধু পর্যবেক্ষক না থেকে জাতির দিকনির্দেশক ও জনমত নির্মাতা হিসেবে ভূমিকা রাখতে হবে। সেই লক্ষ্যেই ইউটিএল একটি সক্রিয়, পেশাদার ও সক্ষম শিক্ষক সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করছে। যা গত ২৬ জুলাই আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দৃশ্যমান।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ইউটিএল-এর মূলনীতি, ভিশন ও মিশনের সঙ্গে একমত, তিনি এই সংগঠনের সদস্য হতে পারবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্বোধন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মর্যাদা পুনরুদ্ধার ও জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান। যুগ্ম আহ্বায়ক মো. অলি উল্লাহ (সহকারী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ), সদস্য সচিব মো. হারুনুর রশিদ (সহকারী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ), যুগ্ম সদস্য সচিব মো. জিল্লাল হোসাইন (প্রভাষক, ইতিহাস বিভাগ) এবং ট্রেজারার ড. মো. জাহিদুল ইসলাম (সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ)।
আহ্বায়ক সদস্য হিসেবে আছেন—মো. নুরে আলম (সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ), ড. মাহবুবুন নাহার (সহযোগী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ), ইদ্রিস আলী (সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ), সাইয়েদ আজহারুল ইসলাম (সহকারী অধ্যাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ), সুমনা আক্তার সুমি (প্রভাষক, মার্কেটিং বিভাগ) ও মো. আবির হোসেন (প্রভাষক, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ)।
অনুষ্ঠানের শেষাংশে ইউটিএল-এর আদর্শ, কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ে একটি নৈতিক, গবেষণাভিত্তিক ও প্রগতিশীল একাডেমিক সংস্কৃতি প্রতিষ্ঠায় ইউটিএল-এর সহযোগিতা কামনা করেন।
