২০ দিনে চারবার দেখা গেল রহস্যময় ওয়ারফিশ


কিংবদন্তি গভীর সমুদ্রের রহস্যময় মাছ ওয়ারফিশ, যাকে অনেকেই ‘ডুমসডে ফিশ’ বা ‘মৃত্যুর মাছ’ বলে আখ্যায়িত করেন, মাত্র ২০ দিনের ব্যবধানে বিশ্বের বিভিন্ন সমুদ্রে চারবার দেখা গেছে।
এই বিরল মাছ সাধারণত সমুদ্রের অনেক গভীরে অবস্থান করে এবং খুব কমই সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠে। কিন্তু সম্প্রতি এটি একের পর এক চারটি দেশে দেখা গেছে। সেগুলো হলো:
- ভারত: গুজরাট উপকূলে
- অস্ট্রেলিয়া: কুইন্সল্যান্ড উপকূলে
- নিউজিল্যান্ড: উইলিংটন উপকূলে
- যুক্তরাষ্ট্র: ক্যালিফোর্নিয়ার সৈকতে
স্থানীয় লোককাহিনীতে ওয়ারফিশের পৃষ্ঠে উঠে আসাকে প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস হিসেবে ধরা হয়। জাপানি লোককথায় এটিকে বলা হয় ‘সমুদ্রদেবতার দূত’। তবে বৈজ্ঞানিকভাবে এখন পর্যন্ত ভূমিকম্প বা সুনামির সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক প্রমাণিত হয়নি।
বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত পরিবর্তন, পানির তাপমাত্রার অস্বাভাবিকতা কিংবা খাদ্য সংকটের কারণেই এ মাছগুলো সমুদ্রপৃষ্ঠে উঠে আসতে পারে।
গবেষকরা বলছেন, এই বিরল ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, সমুদ্রের গভীরতা এবং এর জীববৈচিত্র্য এখনো অনেকটাই অজানা। তাই এসব প্রাণী রক্ষায় এবং সামুদ্রিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আরও সচেতন হওয়ার সময় এসেছে।
দৈএনকে/জে .আ
