রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Natun Kagoj

এশিয়া কাপ ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি

এশিয়া কাপ ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান মুখোমুখি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবার ক্রিকেটের ইতিহাস গড়া হতে যাচ্ছে। দীর্ঘ চার দশকের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান।

ক্রিকেটপ্রেমীরা এই মহারণের জন্য উত্তেজিত এবং এই ফাইনালকে এশিয়ান ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ ম্যাচ হিসেবে আখ্যায়িত করছেন বিশেষজ্ঞরা। আগামী রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল।

দলীয় কৌশল, প্রধান খেলোয়াড়দের ফর্ম এবং অতীতের রেকর্ড বিবেচনায় এ ম্যাচটি শুধু একটি ফাইনাল নয়, বরং চার দশকের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় লড়াই হিসেবেও মনে রাখবে ক্রিকেটবিশ্ব।

ফ্যানরা ইতিমধ্যেই দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফাইনালকে কেন্দ্র করে উত্তেজনার ঢেউ লক্ষ্য করা যাচ্ছে।

এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় বহুবার ফাইনালে খেলেছে দুই দল, কিন্তু কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম দুই চিরশত্রু নামছে একই ফাইনালের মঞ্চে।

ফাইনালের ইতিহাস বললে পাকিস্তানের নাম ওঠে পাঁচবার। তবে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার—২০০০ এবং ২০১২ সালে বাংলাদেশে। অন্যদিকে ভারত এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার খেলেছে ফাইনাল এবং রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হয়েছে।

২০২৫ সালের এই আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। বিপরীতে পাকিস্তান ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।

সব মিলিয়ে আসন্ন রোববারের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং এশীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষায়—দুবাইয়ে কে জিতবে এশিয়ার সিংহাসন, ভারত নাকি পাকিস্তান?


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন