রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Natun Kagoj

‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রের বাস্তব মানুষ সোনম ওয়াংচুককে আটক

‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রের বাস্তব মানুষ সোনম ওয়াংচুককে আটক
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের বহুল আলোচিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার অন্যতম চরিত্র ‘ফুনসুখ ওয়াংড়ু’। বাস্তব জীবনে তিনি সোনম ওয়াংচুক—শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবে খ্যাতি পাওয়া এই ব্যক্তিকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

সম্প্রতি লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে সেখানে তীব্র আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ ছিলেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের উজ্জীবিত করতে তিনি ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছিলেন।

তবে তার বক্তব্যগুলো ‘উসকানিমূলক’ বলে অভিযোগ তুলেছে স্থানীয় প্রশাসন। জনতাকে উত্তেজিত করে অশান্তি সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের খবরে লাদাখের আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সমর্থকরা বলছেন, তাদের দাবি দমিয়ে রাখতেই ওয়াংচুককে টার্গেট করা হয়েছে। অন্যদিকে, প্রশাসনের দাবি—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নিতে হয়েছে।

উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস-এর চরিত্র ‘ফুনসুখ ওয়াংড়ু’ নির্মিত হয়েছিল সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের’ ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট বা এফআরসিএ-২০১০-এর অধীনে বিদেশ থেকে তহবিল গ্রহণের জন্য নিবন্ধন বাতিল করার একদিন পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার জিতেছিলেন তিনি। গত দুই দিন আগে লাদাখকে রাজ্য হিসেবে প্রতিষ্ঠার দাবিতে শুরু হওয়া আন্দোলনে চারজন নিহত এবং নিরাপত্তা কর্মী সহ ৫০ জনেরও বেশি আহত হন। এ সহিংসতাকে উসকে দেয়াসহ কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক।

তিনি বৃহস্পতিবার এনডিটিভিকে বলেন, তার অলাভজনক প্রতিষ্ঠান বিদেশি অনুদান গ্রহণ করে না, বরং জাতিসংঘ, সুইস এবং ইতালীয় সংস্থাগুলোর সঙ্গে ব্যবসায়িক লেনদেন করেছে এবং সমস্ত কর প্রদান করেছে। তিনি বলেন, ‘তারা এটিকে বিদেশি অনুদান হিসেবে ভুল করেছে। আমি এটিকে তাদের (কেন্দ্রের) পক্ষ থেকে ভুল বলে মনে করি এবং তাই আমার এতে আপত্তি নেই।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এটা স্পষ্ট যে ওয়াংচুক তার উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উসকে দিয়েছিলেন। ঘটনাক্রমে এই সহিংস ঘটনার মধ্যে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুরুতর প্রচেষ্টা না করেই অনশন ভেঙে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের দিকে রওনা হন।’

রাজ্যের মর্যাদা ছাড়াও, ওয়াংচুক লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনারও দাবি করছেন, যেখানে একটি স্বায়ত্তশাসিত শাসন কাঠামোর মাধ্যমে উপজাতি অঞ্চলের প্রশাসনের ব্যবস্থা থাকবে।

থ্রি ইডিয়টস সিনেমার সঙ্গে কীভাবে জড়িত সোনম ওয়াংচুক নাম:
সোনম ওয়াংচুক একজন বিখ্যাত ব্যক্তি হওয়ায় ২০০৯ সালে তার জীবনকাহিনি নিয়ে নির্মাণ করা হয় বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সিনেমা। এতে ফুনসুক ওয়াংড়ু নামে একটি চরিত্রে অভিনয় করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। সিনেমাটিতে তিনজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের জীবনকে অনুসরণ করা হয়েছে। যারা তাদের আবেগ অনুধাবনের পাশাপাশি শিক্ষা ও সামাজিক প্রত্যাশার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন