রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Natun Kagoj

দেশের প্রেক্ষাগৃহে দুর্গা পূজার সময় চলছে ৩ সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে দুর্গা পূজার সময় চলছে ৩ সিনেমা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের প্রেক্ষাগৃহে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে মুক্তি পেল তিনটি সিনেমা। তেমন প্রচার-প্রচারণা ছাড়াই শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক দিনেই তিনটি সিনেমা মুক্তি পায়।

মুক্তি পাওয়া সিনেমা তিনটি হলো এগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘উদীয়মান সূর্য’।

সাবা
মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমা ‘সাবা’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর দেশের ঢাকা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মা ও মেয়ের ভালোবাসার গল্প নির্ভর সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও রোকেয়া প্রাচী।
 
স্বপ্নে দেখা রাজকন্যা
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি নির্মাণের পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া।
 
উদীয়মান সূর্য
এসএম শফিউল আযম পরিচালিত ‘উদীয়মান সূর্য’ মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেয়া এক অমলিন প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামীর ও কান্তা নুর।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন