রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Natun Kagoj

এনসিপির নেতৃত্ব ইউরোপীয়ান ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক

এনসিপির নেতৃত্ব ইউরোপীয়ান ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সফররত ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন