ময়নামতিতে শুরু হলো শারদীয় দুর্গাপূজা


“যা শুভ, তাই হোক প্রতিষ্ঠিত—যা অশুভ, তাই হোক বিনাশ”— এই মন্ত্রপাঠে মুখরিত হলো ষষ্ঠীর সকাল। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ধূপধুনোর গন্ধে চারদিক ভরে উঠেছে পবিত্র আবহে। শরতের নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে উৎসবের সুবাস যেন জানিয়ে দিচ্ছে—এসে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারদীয় দুর্গাপূজা।
আজ মহাষষ্ঠীর পূজা। এই পূজার মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব দুর্গোৎসব। ভোর থেকেই ভক্তবৃন্দ স্নান-সন্ধ্যা সেরে দেবী দুর্গার আরাধনায় মগ্ন হন। প্রতিটি পূজামণ্ডপে ছড়িয়ে পড়ে ভক্তিমূলক সঙ্গীত, আরতির আলো আর পূজার মন্ত্রোচ্চারণে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ।
শাস্ত্র অনুযায়ী, ষষ্ঠীর দিন দেবী দুর্গাকে আনুষ্ঠানিকভাবে মর্ত্যে আহ্বান করা হয়। মহালয়ার মাধ্যমে দেবীর আগমনের যে শুভক্ষণ শুরু হয়েছিল, ষষ্ঠীতে তার বাস্তব রূপ লাভ করে। ভক্তরা বিশ্বাস করেন, এদিন থেকেই শুভ শক্তির আবির্ভাব ঘটে এবং অশুভ শক্তির বিনাশ সাধন শুরু হয়। তাই ভক্তদের জন্য ষষ্ঠী পূজা কেবল একটি আচার নয়, বরং অন্তরের গভীরতম বিশ্বাস ও ভক্তির প্রকাশ।
প্রত্যেকবারের ন্যায় এবারও ময়নামতির নোয়াপাড়া ভক্তি উৎস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। ভক্তি উৎস ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, প্রতি বছরই তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য, শুদ্ধাচার এবং পূর্ণ আধ্যাত্মিক পরিবেশ বজায় রেখে পূজার আয়োজন করে থাকেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি দিনে নির্ধারিত আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেবীকে আরাধনা করা হবে।
ষষ্ঠীর বিশেষ আচারগুলোর মধ্যে রয়েছে আমন্ত্রণ ও অধিবাস। এতে প্রতীকীভাবে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয় এবং কলাপাতা, বেলগাছ বা অন্যান্য উপাচারের মাধ্যমে দেবীর আবাস স্থাপন করা হয়। ভক্তদের বিশ্বাস, এর মাধ্যমে দেবীর উপস্থিতি মণ্ডপে নিশ্চিত হয় এবং দেবী সারা উৎসবকাল ভক্তদের মাঝে বিরাজ করেন।
এবারের পূজার মূল আকর্ষণ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দেবীর আগমনে ভক্তদের হৃদয়ে সৃষ্ট নবউদ্দীপনা। ষষ্ঠীর দিনটিকে ঘিরে সর্বত্রই ছড়িয়ে পড়েছে ভক্তি ও আনন্দের আবহ। সকাল থেকে রাত অবধি চলবে আরতি, মন্ত্রপাঠ, দেবীর বন্দনা ও নানা আনুষ্ঠানিকতা।
নোয়াপাড়ার পূজামণ্ডপ ঘিরে যেন সৃষ্টি হয়েছে এক বিশেষ আবহ। পূজার প্রতিটি আচার নিখুঁতভাবে সম্পন্ন করতে পুরোহিত ও আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন। আর ভক্তরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দেবীর চরণে নিবেদন করছেন ফল, ফুল, প্রসাদ ও ভক্তি।
ষষ্ঠীর পূজাকে কেন্দ্র করে ভক্তদের মনে একটাই প্রত্যাশা—দেবী দুর্গার কৃপায় সমাজ থেকে দূর হোক অশান্তি, অকল্যাণ ও অশুভ শক্তি। প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও সত্যধর্মের আলো।
