রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Natun Kagoj

সঠিক রাজনীতি ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়: ড. ফাহমিদা খাতুন

সঠিক রাজনীতি ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়: ড. ফাহমিদা খাতুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য ড. ফাহমিদা খাতুন বলেছেন, অর্থনীতি ও রাজনীতি একে অপরের পরিপূরক এবং সঠিক রাজনীতি ছাড়া সঠিক অর্থনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেন, দুর্বল শাসন ব্যবস্থায় অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হয় এবং স্বল্পমেয়াদী সরকার দীর্ঘায়িত হলে বিনিয়োগ ও কর্মসংস্থানও বাধাগ্রস্ত হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফডিসি)-তে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন, আর্থিক শৃঙ্খলা রক্ষার জন্য দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থায়ী রাজনৈতিক সরকার প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, ব্যবসায়ীদের ব্যাংক হিসাব ঢালাওভাবে জব্দ রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।

ড. ফাহমিদা খাতুন উল্লেখ করেন, গত এক বছরে কিছু অর্থনৈতিক সূচকের পতন ঠেকানো গেলেও দারিদ্র্য কমেনি এবং ব্যাংকিং খাতে পূর্ববর্তী সরকারের সময় সুশাসন ছিল না। ব্যাংক অনুমোদনে রাজনৈতিক প্রভাবের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অন্তর্বর্তী সরকার দুর্বল ব্যাংকগুলো একীভূত করার চেষ্টা করলেও প্রক্রিয়াটি জটিল ও ঝুঁকিপূর্ণ।

‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পূর্ববর্তী সময়ে কিছু ব্যাংক কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে অর্থনৈতিক মাফিয়াদের সুবিধা দিয়েছিলেন। এর ফলে দেশব্যাপী ‘মাফিয়া ইকোনমি’ প্রতিষ্ঠিত হয় এবং কয়েকটি ভালো ব্যাংক লুণ্ঠিত হয়। অনেক আমানতকারী চিকিৎসার খরচ মেটাতে টাকা তুলতে না পেরে মৃত্যুবরণ করেছেন।

ছায়া সংসদ প্রতিযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন, এবং পরাজিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার দল। বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাঈনুল আলম, প্রফেশনাল একাউন্টেন্ট আবুল বশির খান, সাংবাদিক মো. আলমগীর হোসেন এবং রেফায়েত উল্লাহ মীরধা। অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন