রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Natun Kagoj

আজ রাতের ম্যাচে ফাইনালের স্বপ্নে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি

আজ রাতের ম্যাচে ফাইনালের স্বপ্নে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এশিয়া কাপে প্রথম ফাইনালিস্ট হিসেবে ইতিমধ্যেই ভারতের জায়গা নিশ্চিত হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচে। সুপার ফোরের এই গুরুত্বপূর্ণ লড়াই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং বাংলাদেশ সময় রাত ৮:৩০ টায় শুরু হবে। ম্যাচটি নির্ধারণ করবে, কে ভারতের সঙ্গে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

টি-টোয়েন্টিতে ২৫ বার মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র ৫ বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও, দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।

ভারতের বিপক্ষে ৪১ রানে হারের ম্যাচে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাই পাকিস্তানের বিপক্ষে অলিখিত ‘সেমিফাইনাল’ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদও।

এদিকে, ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করা পাকিস্তান জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এখন তাদের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে ফাইনালে খেলা। তারা এবারের এশিয়া কাপে এসেছেন চ্যাম্পিয়ন হতেই, জানিয়েছে আগেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেরাটা দেয়ার কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি। একই সাথে বাংলাদেশকে সমীহ করেছেন তিনি। 

আফ্রিদি বলেন, 'বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। ওদের একেবারেই সুযোগ দেয়া যাবে না। শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে। ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। অন্যকিছু ভাবছিনা। আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ঘিরেই।'

ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ২০ ঘণ্টার ভেতরে আবারও মাঠে নামতে হবে বাংলাদেশকে। তবে, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররাও। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও, বাঁচা-মরার ম্যাচে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাসকে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। 

ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক জানিয়েছেন, লিটনের জন্য ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করবে দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিমও দুবাইয়ে সাংবাদিকদের বলেছেন, ‘লিটন দাসের একটু সমস্যা ছিল শারীরিকভাবে। পর্যবেক্ষণে আছে। আশা করি, আমরা ভালো খবর পাব।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন