রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Natun Kagoj

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে বাংলাদেশের ওয়ালটন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে বাংলাদেশের ওয়ালটন
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটনের লোগো দেখা যাচ্ছে। বিশ্বের নামি-দামী ব্র্যান্ডের সঙ্গে ওয়ালটনের নাম সমান্তরালভাবে প্রদর্শিত হওয়ায় এটি কৌতূহল ও গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওয়ালটনের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের প্রযুক্তি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে অন্যরকম এক আবেগ কাজ করে। ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আগামী ফুটবল বিশ্বকাপে কি থাকবে ওয়ালটন! এই আলোচনা এখন সব আর্জেন্টাইন ফুটবলভক্তদের মাঝে।

আর্জেন্টিনার মতো বিশ্বকাপজয়ী দলের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ফুটবলভক্তদের কাছে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। মেসিভক্তরা মনে করছেন, আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে ওয়ালটনের সম্পৃক্ততা শুধু ব্র্যান্ডিংয়েই নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে। এখন ওয়ালটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন বাংলাদেশের আর্জেন্টিনা ফুটবল ভক্ত ও ক্রীড়াপ্রেমীরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন