বড় ব্যবধানে জিতে গাম্পার ট্রফি পুনরুদ্ধার করলো বার্সেলোনা


সিরি আ ক্লাব কোমোকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে প্রাক-মৌসুমের অপরাজিত যাত্রা অব্যাহত রাখল কাতালানরা। ২০২৪ সালে মোনাকোর কাছে হারের পর এবার হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শক্তিশালী দিক থেকে নিজেদের ক্ষমতা দেখিয়েছে এবং ট্রফিটি পুনরুদ্ধার করেছে। ম্যাচে বার্সেলোনার হয়ে ফারমিন লোপেজ এবং লামিনে ইয়ামাল প্রত্যেকে দুটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে বার্সেলোনা। ২১ মিনিটে কোমোর ডিফেন্ডারদের ভুল পাসের সুযোগ নিয়ে ফারমিন লোপেজ ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে বার্সাকে লিড এনে দেন। বিরতির ১০ মিনিট আগে আবার গোল করেন তিনি।
বিরতির আগেই বার্সা তাদের আক্রমণ বাড়িয়ে দিয়ে আরও দুইটি গোল আদায় করে নেয়। ম্যাচের ৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করেন রাফিনিয়া। এরপর এই ব্রাজিলিয়ান নিজেই বল নিয়ে ইয়ামালকে সহজ এক পাস দেন, যেখান থেকে ইয়ামাল গোল করতে ভুল করেননি।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই বাম কোণে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
