ফুলবাড়ী সরকারি কলেজে রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের উদ্যোগে ফুলবাড়ী সরকারি কলেজে তিন দিনব্যাপী “রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত কলেজের যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ইউনিট লেভেল অফিসার মো. ফজলুল করিম।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর, উপাধ্যক্ষ প্রফেসর আহসান হাবীব এবং ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ইতিহাস বিভাগের প্রভাষক মো. সারোয়ার হোসেন সবুজসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান -১ মো. মেহেদী হাসান ও উপ যুব প্রধান-২ মোছা. মরিয়ম আক্তার। সহযোগী প্রশিক্ষক ছিলেন ICT ও মিডিয়া বিভাগের বিভাগীয় উপপ্রধান মো. আল শাহারিয়ার ইমন, দূর্যোগ ও মানবিক সাড়াদান বিভাগের বিভাগীয় উপ প্রধান মো. শাহীন কাদির সানি, যুব সদস্য নাহার আঁখি ও জিৎ রায়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মো. মজিদুল ইসলাম ও সহদলনেতা জনক চন্দ্র সরকার প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ফুলবাড়ী সরকারি কলেজের মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দিনাজপুর ইউনিট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তীতে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।
