মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম

যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান

যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় ‘‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’’ শীর্ষক আলোচনা সভা।

বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যুবদলের ভূমিকা এবং অবদান তুলে ধরা হয় সভায়। একইসাথে “শহীদ পরিবারের সম্মাননা” প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ নেওয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।

সভায় বক্তারা যুবদলের রাজনৈতিক ত্যাগ ও অবদান তুলে ধরেন এবং আগামীর আন্দোলনে তরুণদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন