মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
রাষ্ট্রপতির বাণী

ফ্যাসিবাদের মূলোৎপাটন করে ‘জুলাইয়ের চেতনা’ কার্যকর করতে হবে

ফ্যাসিবাদের মূলোৎপাটন করে ‘জুলাইয়ের চেতনা’ কার্যকর করতে হবে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেছেন, একটি শান্তি ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদী মূলোৎপাটন করে ‘জুলাইয়ের চেতনা’কে পূর্ণরূপে বাস্তবায়ন করা অপরিহার্য। জুলাই গণ–অভ্যুত্থানের পরবর্তীতে রাষ্ট্র ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এই সংস্কারগুলোর মাধ্যমে গণ–অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে একটি ন্যায় ও সাম্যের ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

সোমবার (৪ আগস্ট) অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টা কার্যালয় থেকে রাষ্ট্রপতির এই বাণী গণমাধ্যমে পাঠানো হয়। বাণীতে তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থান দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ ও ভোটাধিকার হরণের মতো সকল অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও সাধারণ জনগণের জোরালো প্রতিরোধ ছিল। এই বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই ছিল এই অভ্যুত্থানের প্রধান উদ্দেশ্য।

রাষ্ট্রপতি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই গণ–অভ্যুত্থানের সকল শহীদদের, যাঁরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আহত, পঙ্গুত্বগ্রস্থ ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের ত্যাগ ও অবদানকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। শহীদ পরিবার ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের পবিত্র কর্তব্য এবং এর প্রতি রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।

বাণীতে তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের মুক্তিকামী ছাত্র, শ্রমিক ও জনতাকে অভিনন্দন জানাই, যারা বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ২০২৪ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন