ব্রাহ্মণবাড়িয়ায় গো গ্ল্যাম এন্ড গ্রেইস বাই শশী বিউটি সেলুনের শুভ উদ্বোধন


ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার প্রাণ কেন্দ্র মধ্য মেড্ডা সিও অফিস এর পূর্ব দিকে আশা অফিসের সাথে শুভ উদ্বোধন হলো গো গ্ল্যাম এন্ড গ্রেইস বাই শশী বিউটি সেলুন নামে মহিলাদের প্রতিষ্ঠান।
১২ আগষ্ট রোজ মঙ্গলবার বিকেল ৪টায় দোয়া ও মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান টির শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ফারিয়া'স মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের স্বত্বাধিকারী ফারিয়া তাসনিন বর্ষা।
এসময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা গো গ্ল্যাম এন্ড গ্রেস বাই শশী বিউটি সেলুনের স্বত্বাধিকারী সিরাজুম মনিরা শশী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, শ্রাবণ আক্তার, মিথিলা উদ্দিন খান, শুভা ইসলাম, আকলিমা আক্তার,তাসলিমা, সাবিনা ইয়াছমিন, সানজিদা জাহান, ফারজানা, তাফরিকা সহ এলাকার অনেক মহিলা ও বিউটিশিয়ানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির উদ্ধোধক ফারিয়া তাসনিন বর্ষা বলেন- শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলেও এখন নারীরা পিছিয়ে নেই। এখন তারা কেউ আর ঝরে পড়ে না বরং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া শহরের নারীরাও উদ্যোক্তা হয়ে নিজেদের স্বাবলম্বী করছে। পাশাপাশি তাদের পরিবারকে সহযোগিতা করছে। যার উজ্জ্বল প্রমান সিরাজুম মনিরা শশী।
যিনি স্বপ্ন দেখেছিলেন নিজে কিছু করার।স্বামী সংসার সব কিছু মেইনটেইন করে কাজ শিখে আজকে নিজের স্বপ্নের প্রতিষ্ঠান গো গ্রেস এন্ড বাই শশী বিউটি সেলুনের পথ চলা শুরু হলো। শুভ কামনা ও দোয়া রইল উদ্যোমী উদ্যোক্তা সিরাজুম মনিরা শশীর জন্য।
নারী উদ্যোক্তা গো গ্ল্যাম এন্ড গ্রেস বাই শশী বিউটি সেলুনের স্বত্বাধিকারী সিরাজুম মনিরা শশী বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্য মেড্ডা সিও অফিসের মধ্যে শুধু মাত্র মহিলাদের জন্য নানান ধরনের সেবার কাজ নিয়ে গো গ্ল্যাম এন্ড গ্রেস বাই শশী বিউটি সেলুনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আমাদের এখানে অভিজ্ঞ ও দক্ষ বিউটিসিয়ানের মাধ্যমে ফেসিয়াল, মেছতার ট্রিটমেন্ট, একমি ট্রিটমেন্ট, হেয়ায়ের সকল ধরনের ট্রিটমেন্ট, হেয়ার রিবন্ডিং,ডিপ সাইনিং, কেরোটিন হেয়ার রিবন্ডিং, ব্লাক সাইনিং রিবন্ডিংসহ আরো অনেক কিছু।
প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে ২০% ডিসকাউন্টে এই সেবাগুলো পাবেন মহিলারা।
