সোহান-আফিফদের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল পৌঁছাল অস্ট্রেলিয়ার ডারউইনে


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। একই সময়ে, বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি২০ সিরিজে অংশগ্রহণ করবে। গতবারের টুর্নামেন্টে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল রানার্সআপের খেতাব অর্জন করেছিল।
তাইতো এবার ‘এ’ দলের স্বপ্ন ট্রফি জিতে দেশে ফিরে আসা। চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) অস্ট্রেলিয়ার ডারউইনে পা রাখলেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। শুক্রবার (৮ আগস্ট) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।
আজ রোববার (১০ আগস্ট) সকালে সেখানে গিয়ে পৌঁছার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে ‘এ’ দলের ডারউইনে পৌঁছানোর বিষয়টি জানিয়েছে তারা। টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন কাজী নুরুল হাসান সোহান। দলে যারা আছেন তাদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ও বেশ অভিজ্ঞ। ফলে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সোহান জানান, ‘যে কন্ডিশনে যাচ্ছি সবার জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সেরাটা দেওয়ার এবং ফাইনাল খেলার। দল হিসেবে খেলতে হবে। প্রক্রিয়া অনুসরণ করলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
এর আগে বুধবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে অধিনায়ক সোহান বলেন, ‘যেহেতু আমরা একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার কাছে মনে হয় আমাদের লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের ক্রিকেটার যারা আছে সবার লক্ষ্যই ট্রফি জেতা।’
সিরিজের উদ্বোধনী ম্যাচে আগামী ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টটিতে অংশ নেবে মোট ১১টি দল। পাকিস্তান শাহীনস ও নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের দলও খেলবে এই প্রতিযোগিতায়। টুর্নামেন্টটির ২০২৪ সালের ফাইনালে বাংলাদেশ এইচপি দল অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়।
বাংলাদেশ ‘এ’ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।
