শনিবার, ০২ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’ ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০৯ ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়: দায়িত্বজ্ঞানহীনতা নয়, চাই সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের জেল সুপারের 'গোপন সাম্রাজ্য': ৫ কোটি টাকার ভবন!
  • নিষেধাজ্ঞা নিয়ে হতাশা, মেসির অভিযোগ: খেলতে দেয়নি

    নিষেধাজ্ঞা নিয়ে হতাশা, মেসির অভিযোগ: খেলতে দেয়নি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হওয়াটা এখনও ভুলে উঠতে পারেননি লিওনেল মেসি। যদিও ইন্টার মায়ামি লিগস কাপে এক রোমাঞ্চকর জয় পেয়েছে, তারপরও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। জয় সত্ত্বেও নিজের অসন্তোষ প্রকাশ করতে দ্বিধা করেননি আর্জেন্টাইন তারকা।

    ম্যাচশেষে মেসি বলেন, "সত্যি বলতে, এই গরমে খেলা খুবই কঠিন। আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো সহজ নয়।" তার কথায় স্পষ্ট, নিষেধাজ্ঞা ও পরিবেশ—দুই-ই প্রভাব ফেলেছে তার পারফরম্যান্সে এবং মানসিকতায়।

    সঙ্গে আগের ম্যাচে খেলতে না পারাটাও একটা কারণ। যদিও বিশ্রাম ভালো, তবে আমার জন্য এটা বাজে, কারণ আমার লড়াই প্রয়োজন। যত ম্যাচ খেলতে পারি ততই শারীরিকভাবে ভালো অনুভব করি এবং ছন্দে থাকি।’

     মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে না পারায় আটলাসের বিপক্ষে প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে বলে জানান মেসি।

    তিনি বলেছেন, ‘আগের ম্যাচে তারা আমাকে খেলতে দেয়নি। যার ঘাটতি অনুভব করেছি। তবে গুরুত্বপূর্ণ হলো শেষ পর্যন্ত আমরা ম্যাচ জিতেছি।’
    শুধু মেসি নন, নিষেধাজ্ঞা পেয়েছিলেন জর্দি আলাবাও।

    মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় বার্সেলোনার দুই সাবেক খেলোয়াড় এক ম্যাচ করে নিষিদ্ধ হয়েছিলেন। এমএলসের নিয়মে আছে, চোট ব্যতীত কেউ যদি ম্যাচটি খেলতে না চায় তাহলে লিগ কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে। নিয়মের ব্যত্যয় হওয়ায়, এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি মেসি-আলাবা।

    ফেরার ম্যাচে গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করেছেন মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ীর দুর্দান্ত অ্যাসিস্টেই জয় পেয়েছে মায়ামি।

    জয়টিও এসেছে ম্যাচের একদম যোগ করা সময়ে। মায়ামির হয়ে গোল দুটি করেছেন টেলেস্কো সেগোভিয়া এবং মার্সেলো ভিগান্ট। অন্যদিকে মেক্সিকান ক্লাবের হয়ে ব্যবধান কমান রিভালদো লোজানো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন