বন্ধুর অভিযোগ থেকে মুক্তি, তাসকিনের বিরুদ্ধে জিডি প্রত্যাহার


বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের অভিযোগ প্রত্যাহার করেছেন তার শৈশববন্ধু সিফাতুর রহমান সৌরভ। অভিযোগ দাখিলের পর তিনি অভিযোগটি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখার আবেদন করেছিলেন। পরে সেটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেন।
গত ২৮ জুলাই রাতে মিরপুরের সনি সিনেমা হলের সামনে তাসকিন আহমেদ তাকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেন—এমন অভিযোগ এনে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সৌরভ। যদিও শুরু থেকেই তাসকিন আহমেদ অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগ তুলে নিয়েছেন তার শৈশববন্ধু সিফাতুর রহমান সৌরভ। দুই পরিবারের উপস্থিতিতে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা হয়। মুচলেকার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পর অভিযোগ প্রত্যাহার করা হয়।
গণমাধ্যমে সৌরভ বলেন, "দুই পরিবার মিলে বসে বিষয়টি মিউচুয়ালি সমাধান করেছি। বন্ধুদের মধ্যে কথার কাটাকাটি থেকেই ঘটনা শুরু হয়েছিল। তাসকিনের বাবা আমার নানার সম্পর্কের হন। পারিবারিক আলোচনা শেষে আমরা সিদ্ধান্ত নিই অভিযোগ তুলে নেওয়ার।"
সৌরভের খালা ঝুমা খান জানান, “তাসকিনের নিরাপত্তা এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্যই অভিযোগ করা হয়েছিল। পরে ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে মুচলেকার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।”
অভিযোগের পরিপ্রেক্ষিতে তাসকিন আহমেদ নিজেও শুরু থেকেই দাবি করে আসছিলেন যে, অভিযোগটি ভিত্তিহীন। তিনি বলেছিলেন, “আমার সঙ্গে কারো কোনো ঝগড়া হয়নি। সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাই।”
