সিটি করপোরেশন সংশোধনী খসড়ায় নীতিগত অনুমোদন উপদেষ্টা পরিষদের


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ-২০২৫-এর খসড়াকে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫' এর খসড়া আইনসভা ও সংসদ বিষয়ক বিভাগের যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত হয়েছে।
উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন