শনিবার, ০২ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’ ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০৯ ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়: দায়িত্বজ্ঞানহীনতা নয়, চাই সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের জেল সুপারের 'গোপন সাম্রাজ্য': ৫ কোটি টাকার ভবন!
  • দুই বছরের শিশুসহ কিয়েভে রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ২৮ জন

    দুই বছরের শিশুসহ কিয়েভে রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ২৮ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলার ধ্বংসস্তূপ থেকে দুই বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো নিশ্চিত করেছেন। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে তিনজন শিশু রয়েছে। এছাড়া, এই হামলায় ১৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

    প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক জানান, নিহত শিশুদের বয়স যথাক্রমে ২, ৬ ও ১৭ বছর। রাশিয়া এই হামলায় ৩০০টির বেশি ড্রোন ও ৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে।

    উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১৬ জনই শিশু—যা রাশিয়ার আক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত কিয়েভে শিশু আহতের সর্বোচ্চ সংখ্যা। শুক্রবার শহরে শোকদিবস ঘোষণা করেছে কিয়েভ সিটি প্রশাসন।

    ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চলমান রয়েছে।
    প্রধানমন্ত্রী স্বিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আজ সকালে ধ্বংসস্তূপ থেকে দুই বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে, যাদের মধ্যে ৩ জন শিশু। আহত হয়েছেন ১৫০ জনের বেশি।

    তিনি আরো বলেন, ‘বিশ্বের কাছে রাশিয়াকে বিচারের আওতায় আনার সব রকমের উপকরণ আছে। যা নেই তা হলো—ইচ্ছাশক্তি।’ অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, রাশিয়ার এই হামলা ‘ঘৃণ্য’এবং ‘অমানবিক’, তবে নিষেধাজ্ঞা রাশিয়াকে কতটা নিবৃত্ত করতে পারবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ট্রাম্প আরো জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চুক্তির জন্য আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সমঝোতা না হলে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বৃদ্ধি করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন