শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দুই বছরের শিশুসহ কিয়েভে রাশিয়ার হামলায় প্রাণ হারালেন ২৮ জন পরমাণু প্রযুক্তিতে ইরানের অগ্রগতি অব্যাহত: আব্বাস আরাগচি সিলেটে দুর্বৃত্তদের হামলায় দুই খাসিয়া পরিবারের জুমবাগানে ব্যাপক ক্ষতি রাজধানীর বাজারে সবজির দাম বাড়তি, বেগুন ও বরবটি শীর্ষে ক্ষুধার্ত শিশু আমিরকে ত্রাণ কেন্দ্রে গিয়েই গুলি করলো ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি: ৫ দেশের ভূয়সী প্রশংসা করলো ইরাক গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু গুলশানে চাঁদা দাবির ঘটনায় আরও এক ছাত্রনেতা গ্রেফতার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের জন্য বড় ধাক্কা আসতে পারে
  • ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু

    ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে টেকনিশিয়ানের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণের ঘটনায় রুম্মান আহমদ নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের ভেতরে।

    নিহত রুম্মান আহমদ (২২) সিলেট শহরের বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে দুই টেকনিশিয়ান আহত হন। আহত অবস্থায় রুম্মান আহমদকে নগরীর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

    তিনি জানান, অপর আহত এনামুল হক (২৫) বিমানবন্দর থানার মহালদিগ গ্রামের বাসিন্দা।

    সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক হাফিজ আহমদ কালবেলাকে জানান, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে সৃষ্ট দুর্ঘটনায় দুইজন আহত হন।

    আহতদের তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের মধ্যে গুরুতর আহত রুম্মান আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং ওসমানী মেডিকেল আইসিইউ না থাকায় তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

    তিনি জানান, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন