বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • প্রধান উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেননি: প্রেস সচিব গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মান জানাবে সরকার নাকভি নতুন শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি বাংলাদেশের জলবায়ু নীতি: শিশু-তরুণদের অন্তর্ভুক্তিতে অভিনন্দন ইউনিসেফের সরকারি মাদ্রাসার শিক্ষাকে আধুনিকীকরণের অঙ্গীকার শিক্ষ উপদেষ্টার সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক ঘোষণা শারদীয় ছুটিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি, ১৯ কিমি যানজট রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ালো মার্কিন ও ব্রিটিশ সরকার জামায়াত নেতা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন রাষ্ট্রদূত ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি: দায়িত্বে ১৯৪ ম্যাজিস্ট্রেট
  • প্রখ্যাত খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই

    প্রখ্যাত খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানি সিনেমার খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বর্ষীয়ান তারকা দেশীয় চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

    তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের বিনোদন অঙ্গন এবং ভক্ত মহলে। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দায় খলনায়ক চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি পেয়েছিলেন তুমুল পরিচিতি। তাকে বলা হতো ললিউডের ‘আইকনিক ভিলেন’।

    পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই শাহজাদ ভোলা একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে ডায়াবেটিস জনিত সমস্যা ছিল প্রকট। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে গত দুই মাসে। ডায়াবেটিসের জেরে সৃষ্ট জটিলতার কারণে প্রায় দুই মাস আগে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল।
     
    প্রতিবেদনে আরও বলা হয়, পা হারানোর পর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। সর্বশেষ তিনি তীব্র ফুসফুসের সংক্রমণ এবং কিডনি ফেইলিউরে ভুগছিলেন। এই সম্মিলিত জটিলতাই তার জীবন প্রদীপ নিভিয়ে দিল।
     
    শাহজাদ ভোলা অসংখ্য পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে, ভিলেন চরিত্রে সাবলীল অভিনয় তাকে দিয়েছিলো এক ভিন্ন মাত্রা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন