মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত


মেহেরপুরে একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজন করা জেমসের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনের অনুমতি না মেলায় অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এর ফলে কনসার্টের প্রচারণা বন্ধ করা হয়েছে এবং টিকিট বিক্রি থেমে গেছে।
ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর থেকেই কনসার্টসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। মাত্র তিন দিন টিকিট বিক্রি হয়েছিল, তাও সীমিত সংখ্যক। ক্রেতাদের নাম ও ফোন নম্বর ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট রিফান্ডের সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে এবং সে সময় গণমাধ্যমকে উপস্থিত রাখারও আশ্বাস দেওয়া হয়েছে।
তারা আরও সতর্ক করে বলেছে, ২৫ সেপ্টেম্বরের পর থেকে কনসার্টের কোনো টিকিট বিক্রি হয়নি। কেউ যদি এখনো কনসার্টের নামে টিকিট বিক্রি করে, তা প্রতারণা ছাড়া আর কিছু নয়। এ বিষয়ে সূর্য ক্লাব কোনো দায় নেবে না। তাই কাউকে টিকিট না কেনার আহ্বান জানিয়েছে তারা।
দৈএনকে/জে .আ
