বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • প্রধান উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেননি: প্রেস সচিব গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মান জানাবে সরকার নাকভি নতুন শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি বাংলাদেশের জলবায়ু নীতি: শিশু-তরুণদের অন্তর্ভুক্তিতে অভিনন্দন ইউনিসেফের সরকারি মাদ্রাসার শিক্ষাকে আধুনিকীকরণের অঙ্গীকার শিক্ষ উপদেষ্টার সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক ঘোষণা শারদীয় ছুটিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি, ১৯ কিমি যানজট রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ালো মার্কিন ও ব্রিটিশ সরকার জামায়াত নেতা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন রাষ্ট্রদূত ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি: দায়িত্বে ১৯৪ ম্যাজিস্ট্রেট
  • নাকভি নতুন শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি

    নাকভি নতুন শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। কিন্তু ট্রফি বিতরণ এখনও বাকি থাকায় উত্তেজনা থামেনি। দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় ভারতীয় দলের কাছে ট্রফি পেতে নতুন শর্ত চাপানো হয়েছে। এই শর্ত দিয়েছে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, যা নিয়ে ক্রিকেট বিশ্বে বিতর্ক সৃষ্টি হয়েছে।

    এসিসির সভায় অবিলম্বে ট্রফি হস্তান্তরের দাবি তোলে বিসিসিআই। কিন্তু নাকভি সাফ জানিয়ে দেন— ভারতকে তাদের অধিনায়ককে এসিসির কার্যালয়ে পাঠিয়ে ট্রফি নিতে হবে। 

    পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, এসিসির সভায় বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভির কাছে এশিয়া কাপের ট্রফি ফেরত চেয়েছিলেন। কিন্তু নাকভি তখন জানান, এ বিষয়টি সভার আলোচ্যসূচিতে নেই। এরপরও শুক্লা জোর দিয়ে ট্রফি দেওয়ার দাবি তুললে নাকভি অনড় থাকেন।

    এ সময় নাকভি বলেন, ‘ভারত যদি ট্রফি নিতে চায়, তবে তাদের অধিনায়ককে এসিসি অফিসে এসে আমার কাছ থেকে সেটা নিতে হবে।’ শেষ পর্যন্ত এসিসির এই সভায় ট্রফি হস্তান্তর নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

    ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এসিসির সভায় বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা নাকভিকে একের পর এক কঠিন প্রশ্ন করেন। কেন শিরোপাজয়ী ভারতীয় দলকে ট্রফি দেওয়া হয়নি, তা নিয়ে তিনি নাকভিকে চাপে ফেলেন। শুক্লা স্পষ্ট করে বলেন, ট্রফি এসিসির সম্পত্তি, নাকভির ব্যক্তিগত নয়। শুক্লার মতে, ট্রফি যথাযথভাবে ভারতের হাতে তুলে দিতে হবে এবং এসিসিকে বিষয়টি অবিলম্বে দেখভাল করতে হবে।

    এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাকভি ও বিসিসিআইয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। নাকভি দাবি করেন, ভারতীয় দল লিখিতভাবে জানায়নি যে তারা তার হাত থেকে ট্রফি নিতে চায় না। বিসিসিআইয়ের প্রতিনিধি বারবার প্রশ্ন তুলতেই নাকভি বলেন, এসব বিষয় ভিন্ন মঞ্চে আলোচনা হবে, এই সভায় নয়।

    এই সভায় সবার সামনে মহসিন নাকভিকে অপমান করা হয়েছে বলে জানিয়েছে ভারতের আরেকটি সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ট্রফি ইস্যু পরে সমাধানের পরামর্শ দেন। 

    নিয়ম অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেওয়া কথা ছিল চ্যাম্পিয়ন ভারতের। তবে সূর্যকুমার যাদবের দল তার কাছে থেকে ট্রফি নিতে রাজি হয়নি।

    নাকভিও সোজা জানিয়ে দেন, সভাপতি হিসেবে তিনিই ট্রফি দেবেন, না হলে ট্রফি দেওয়া হবে না। শেষ পর্যন্ত ট্রফি ছাড়ায় উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছিল, ট্রফি ও পদক ফিরিয়ে দেওয়ার জন্য নাকভি একটি শর্ত দেন। তিনি বলেন, একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে তিনি অতিথি হিসেবে ভারতের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেবেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন