সিরাজগঞ্জে ডিবি কনস্টেবলকে নারীসহ হাতেনাতে আটক


সিরাজগঞ্জ সদর উপজেলার মিলগেট এলাকার রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক পুলিশ সদস্য। বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম সেলিম আহমেদ। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাকি খাতুন নামে এক নারী ওই এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন। তার সঙ্গে ডিবি কনস্টেবল সেলিম আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, লাকি খাতুনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
বুধবার দুপুরে স্থানীয়রা তাদের অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কনস্টেবল সেলিম আহমেদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর তার প্রেমিকা লাকি খাতুনকেও থানায় নেওয়া হয়। এ সময় তিনি স্থানীয়দের প্রতি অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, আমাদের থানার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে তাদের থানায় আনা হয়েছে।
তবে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
