শারদীয় দুর্গোৎসবে বিএনপির পক্ষ থেকে উপহার ও শুভেচ্ছা বিনিময়
.jpg)

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাজধানীতে বিএনপির পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। উল্লেখ্য, তিনি ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আনোয়ার পারভেজ বাদল, কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নবগোপাল দত্ত, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ সালমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো: লোকমান, সাবেক সাধারণ সম্পাদক মো: আফসু, ৩৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি রানা নাগ, সহ-সভাপতি নারায়ণ দাস ও রাজীব মন্ডল।
ঢাকা জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লাল, কোতোয়ালি থানা জিয়া মঞ্চের আহ্বায়ক মো: জলিল রাঢ়ী, সদস্য সচিব মোহাম্মদ তারেক ঢালী এবং যুগ্ম আহ্বায়ক রুবেল দাস, মো: সোলায়মান, মো: তাসিন অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়া কোতোয়ালি থানা যুবনেতা মোঃ মেহেদী হাসান, মোহাম্মদ সুরাজ, মোহাম্মদ নুরুল ইসলাম বাবু, মো: হাবিব, মোহাম্মদ অপি, মোহাম্মদ ফাহিম, মো: সাইফুল; ছাত্রনেতা মোহাম্মদ রাকিব, সজিব, সাগর এবং সাংবাদিক মিজানসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই মূলনীতি নিয়ে বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বিএনপি সবসময় বদ্ধপরিকর।
উপস্থিত নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
