স্বর্ণে বিনিয়োগ বাড়ছে শাটডাউনের প্রভাবে


যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম আংশিক শাটডাউন রয়েছে। অর্থবিলে সমঝোতা না হওয়ায় সরকারি দপ্তরগুলো বন্ধ রয়েছে, এবং বহু ফেডারেল কর্মী সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। এর প্রভাব পড়ছে শেয়ার বাজারসহ বিভিন্ন খাতে। বুধবার (১ অক্টোবর) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, একই সঙ্গে ডলারের মূল্য কমেছে। শাটডাউনের কারণে নিরাপদ বিনিয়োগের উৎস হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়ছে। সূত্র: রয়টার্স
অর্থায়ন বিল নিয়ে অচলাবস্থা থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পথ না পেয়ে শাটডাউনের দিকে যায় যুক্তরাষ্ট্র। বুধবার এস অ্যান্ড পি (S&P) ৫০০ ফিউচার এবং নাসডক ফিউচার উভয়েরই দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। স্বর্ণের দাম আউন্স প্রতি তিন হাজার ৮৭৫ ডলারে পৌঁছেছে, যা টানা তৃতীয় সেশনের জন্য রেকর্ড সর্বোচ্চ। ইউরোপীয় ফিউচারের দামে খুব বেশি পরিবর্তন হয়নি।
ক্যাপিটাল ডটকমের একজন জ্যেষ্ঠ বিশ্লেষক কাইল রোদ্দা বলেন, সাধারণত বাজার বন্ধ থাকা অর্থহীন। প্রকৃতপক্ষে, ২০১৮-২০১৯ সালের এক মাসেরও বেশি সময় ধরে চলা শাটডাউনে ওয়াল স্ট্রিট উত্থান দেখেছিল।
তবে রোদ্দা আরও বলেন, বাজার বন্ধের জন্য সমস্যা দুটি, যার একটি হল অ-কৃষি খাতে বেতনের তথ্য প্রকাশে বিলম্ব। অন্যটি হলো-মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্থায়ীভাবে কর্মীদের ছাঁটাই করার হুমকিও দিয়েছেন। ফলে শ্রম বাজারে ধাক্কা আসবে।
প্রসঙ্গত, অর্থায়ন বিল নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম আংশিকভাবে শাটডাউন রয়েছে। ২০২৫ অর্থবছরের মেয়াদ শেষে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে অর্থায়নের মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ থাকলেও জরুরি খাত যেমন সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাকবে। তবে তারা আপাতত কোনো বেতন পাচ্ছেন না।
দৈএনকে/জে .আ
