বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • প্রধান উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেননি: প্রেস সচিব গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মান জানাবে সরকার নাকভি নতুন শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি বাংলাদেশের জলবায়ু নীতি: শিশু-তরুণদের অন্তর্ভুক্তিতে অভিনন্দন ইউনিসেফের সরকারি মাদ্রাসার শিক্ষাকে আধুনিকীকরণের অঙ্গীকার শিক্ষ উপদেষ্টার সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক ঘোষণা শারদীয় ছুটিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি, ১৯ কিমি যানজট রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ালো মার্কিন ও ব্রিটিশ সরকার জামায়াত নেতা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন রাষ্ট্রদূত ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি: দায়িত্বে ১৯৪ ম্যাজিস্ট্রেট
  • বাংলাদেশের জলবায়ু নীতি: শিশু-তরুণদের অন্তর্ভুক্তিতে অভিনন্দন ইউনিসেফের

    বাংলাদেশের জলবায়ু নীতি: শিশু-তরুণদের অন্তর্ভুক্তিতে অভিনন্দন ইউনিসেফের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্যারিস চুক্তির অধীনে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)’ পরিকল্পনায় শিশু ও তরুণদের বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রগতিশীল পদক্ষেপের জন্য ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে।

    সংস্থাটি গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং গুরুত্বপূর্ণ অংশীদারদের সহযোগিতায় প্রণীত এ নতুন এনডিসি বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন। এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক অঙ্গীকার এবং জাতীয় জলবায়ু পরিকল্পনা শুধু উচ্চাভিলাষী কার্বন নিঃসরণ হ্রাস, অভিযোজন ও সহনশীলতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করছে না; বরং শিশুদের অধিকার সুরক্ষার জন্য দৃঢ় অঙ্গীকার করছে এবং জোরালোভাবে শিশু ও তরুণদের ক্ষমতায়নের কথা বলছে। যাতে তারা পরিবর্তনের জন্য কাজ করার সক্ষমতা অর্জন করতে পারে।

    এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এনডিসি ৩.০ কেবল নিঃসরণ কমানোর একটি পরিকল্পনা নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার। তিনি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, জাতিগত সংখ্যালঘু ও জলবায়ু অভিবাসীদের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি জলবায়ু কার্যক্রমকে অধিকারভিত্তিক করার আহ্বান জানান, যাতে কেউ পেছনে পড়ে না থাকেন।

    এনডিসি ৩.০ পরিকল্পনায় গুরুত্বের সঙ্গে তরুণদের দৃষ্টিভঙ্গিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একই সঙ্গে সামাজিক খাতগুলোকে জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে রাখা হয়েছে। যেখানে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ), শিক্ষা, শিশু সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    শিশু ও তরুণদের ওপর জলবায়ু পরিবর্তনের অসম ও বিপর্যয়কর প্রভাব, যার ফলে তাদের জন্য আবশ্যক সেবাগুলোর বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার বিষয়টি পরিকল্পনায় তুলে ধরা হয়েছে। এতে শিশু-সংবেদনশীল খাতভিত্তিক লক্ষ্যগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো তাদের মৌলিক সেবা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করবে। যার মধ্যে রয়েছে স্কুল চালু রাখা, স্বাস্থ্যসেবা সচল রাখা এবং নিরাপদ পানি পাওয়ার সুযোগ বজায় রাখা। এমনকি বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি এবং তাপপ্রবাহের মতো তীব্র জলবায়ুজনিত ঘটনাবলিওতে এগুলো নিশ্চিত হবে।

    এ ব্যাপারে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, ‘এটা বাংলাদেশের জন্য একটি মাইলফলক এবং এ অসাধারণ অর্জনের জন্য আমরা আন্তরিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই। এই প্রথমবারের মতো শিশু ও তরুণদের বিষয়টি শুধু স্বীকার করে নেওয়া হয়নি, বরং দেশের জলবায়ু রূপরেখা নির্ধারণে তাদের মতামত ও অগ্রাধিকারকে সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হয়েছে, যেখানে তাদের জীবন-অভিজ্ঞতাকে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এনডিসি ৩.০ অনুপ্রেরণাদায়ক, কারণ এখানে তাদের জরুরি প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে এটি অন্তর্ভুক্তিমূলক, কারণ শিশু ও তরুণেরা যেন অন্যদের সঙ্গে মিলে সমাধানগুলো বের করতে পারে, তার জন্য যথাযথ প্ল্যাটফর্ম দেবে এ পরিকল্পনা।

    ইউনিসেফের প্রতিনিধি আরও বলেন, ‘এ উদ্যোগের অংশীদার হতে পেরে ইউনিসেফ খুবই গর্বিত এবং এটি যথাযথভাবে বাস্তবায়নে সহায়তা করতে আমরা গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আসল কাজ এখন শুরু হচ্ছে- এ শক্তিশালী দৃষ্টিভঙ্গিকে বাস্তব কাজে রূপান্তর করা এবং বাংলাদেশকে আরও নিরাপদ ও অধিক জলবায়ু-সহনশীল একটি দেশ হিসেবে গড়ে তোলা। যেখানে প্রতিটি শিশু বিকশিত হওয়ার সুযোগ পাবে। এ যাত্রায় শিশু ও তরুণরা যেন সক্রিয় ও অপরিহার্য অংশীদার হিসেবে থাকতে পারে তা নিশ্চিত করা।

    পরিকল্পনাটি প্রণয়নের পুরো প্রক্রিয়াজুড়ে ইউনিসেফ অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ কারিগরি সহায়তা দিয়েছে। যার মধ্যে রয়েছে দেশব্যাপী শিশু ও তরুণদের পরামর্শ সভার সমন্বয় করা, যাতে তাদের প্রয়োজনীয় বক্তব্যগুলো জোরালোভাবে উঠে আসে। পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তনের জন্য ইউনিসেফ সক্রিয়ভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে সহায়তা করছে তিনটি আকর্ষণীয় শিক্ষামূলক ভিডিও তৈরিতে, যেগুলো শৈশব থেকেই স্বাস্থ্যকর পরিবেশগত অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। এগুলোকে কৌশলগতভাবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে এবং সমন্বিত শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রম উদ্যোগের মাধ্যমে এগুলোর কার্যকারিতা নিশ্চিত করা হবে।

    জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং প্যারিস চুক্তির বৈশ্বিক পর্যালোচনা প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এনডিসি জলবায়ু কার্যক্রমকে দৃঢ়ভাবে শিশু অধিকারের মৌলিক নীতিগুলোর সঙ্গে যুক্ত করেছে। আরও উল্লেখযোগ্য হলো, বিশ্বে প্রথমবারের মতো এনডিসিতে তরুণদের পরিস্থিতি মূল্যায়ন, রিপোর্টিং ও যাচাইবাছাই (এমআরভি), মনিটরিং এবং এনডিসি মেকানিজম (প্রক্রিয়া) সম্পর্কে প্রতিবেদন দেওয়ার কাজে অর্থবহভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া জলবায়ু-সহনশীল শিশু সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি অভিযোগ ও প্রতিকার প্রক্রিয়ার মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার অগ্রসর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যখন জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বাল্যবিবাহ বা শিশুশ্রমের মতো ঝুঁকিগুলো বেড়ে যায় তখন এটি শিশুদের জন্য জরুরি সুরক্ষা নিশ্চিত করবে।

    এনডিসি ৩.০ কার্যকরভাবে বাস্তবায়ন এবং এর ২০৩৫ লক্ষ্যগুলো অর্জনের জন্য বাংলাদেশের প্রয়োজন শক্তিশালী জাতীয় নেতৃত্ব এবং টেকসই আন্তর্জাতিক সহায়তা। জলবায়ু অর্থায়ন সংগ্রহ, শিশু-সংবেদনশীল সমাধান প্রণয়ন এবং শিশু ও তরুণরা যেন বাস্তবায়ন ও মনিটরিং উভয় ক্ষেত্রে সক্রিয়ভাবে যুক্ত থাকে তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে ইউনিসেফ। কেবল একটি জলবায়ু পরিকল্পনা নয়, এনডিসি ৩.০ একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এটি একটি পরিবর্তনের পরিকল্পনা, যেটি আজকের শিশু ও তরুণদের সুরক্ষিত করার পাশাপাশি সবার জন্য একটি নিরাপদ এবং আরও সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন