বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • প্রধান উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেননি: প্রেস সচিব গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মান জানাবে সরকার নাকভি নতুন শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি বাংলাদেশের জলবায়ু নীতি: শিশু-তরুণদের অন্তর্ভুক্তিতে অভিনন্দন ইউনিসেফের সরকারি মাদ্রাসার শিক্ষাকে আধুনিকীকরণের অঙ্গীকার শিক্ষ উপদেষ্টার সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক ঘোষণা শারদীয় ছুটিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি, ১৯ কিমি যানজট রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ালো মার্কিন ও ব্রিটিশ সরকার জামায়াত নেতা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন রাষ্ট্রদূত ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি: দায়িত্বে ১৯৪ ম্যাজিস্ট্রেট
  • ১৪ মাসে কলকাতায় যাননি মিথিলা

    ১৪ মাসে কলকাতায় যাননি মিথিলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গোৎসবের মধ্যেই টলিপাড়ায় জমজমাট উৎসবের আমেজ বিরাজ করছে। এই সময়ে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পূজার সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে—সৃজিত নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন! ছবিতে দেখা যায়, পূজা মণ্ডপে একসঙ্গে হাজির এই দুজন। মিলিয়ে পরেছেন পোশাক, একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, আর সৃজিতকে দেখা গেছে সুস্মিতার ছবি তুলতে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে নির্মাতার লেখা—‘শুভ সপ্তমী’।

    অন্যদিকে, একই সময়ে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের এক পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন তিনি। মিথিলার ভাষায়, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। কারণ আমার ভিসা নেই।’

    এই বক্তব্য ঘিরেই নতুন প্রশ্ন উঠেছে—তাহলে কি সৃজিত-মিথিলার সম্পর্কে সত্যিই ভাঙন ধরেছে?

    জনসভায় প্রাণহানি: বিজয়ের দলের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার ১জনসভায় প্রাণহানি: বিজয়ের দলের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার ১
    মিথিলার কাছে সরাসরি জানতে চাওয়া হয়—সৃজিত এখনও তাঁর স্বামী কি-না। কিছুটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এটা যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’ তবে আবার যোগ করেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’

    এমন মন্তব্য আর পরিস্থিতির ফাঁক গলে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কেউ বলছেন ‘সম্পর্কের টানাপোড়েন চরমে’, আবার কেউ ধারণা করছেন ‘দুজনের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে’।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন