থামায় রাশমিকা মান্দানার নতুন রূপ


বর্তমানে বলিউডে ক্রেজের শীর্ষে রয়েছেন রাশমিকা মান্দানা। অধিকাংশ সময়ই তাকে সাধারণ বা ঘরোয়া মেয়ের চরিত্রে দেখা গেছে। তবে এবার সেই চেনা ধারার বাইরে বেরিয়ে এলেন রাশমিকা। দীনেশ বিজন প্রযোজিত ‘থামা’ নামের ভৌতিক ছবিতে তিনি দর্শকদের সামনে নতুন এবং আবেদনময়ী রূপে হাজির হয়েছেন।
সোমবার রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির নতুন গান ‘তুম মেরে না হুয়ে’। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধা গানটিতে পাওয়া গেছে আবেদনময়ী রাশমিকাকে। গানটিতে রাশমিকার এই সচকিত উপস্থিতি অনেককে চমকে দিয়েছে। অনেক ভক্ত আবার গানে অভিনেত্রীর পারফরমেন্সের প্রশংসা করেছেন। গানটিতে রাশমিকার উপস্থিতি অনেককে চমকে দিয়েছে, অনেক ভক্ত আবার গানে অভিনেত্রীর পারফরমেন্সের প্রশংসা করেছেন। কেউ আবার রাশমিকার গানটির তুলনা করছেন ‘স্ত্রী ২’ সিনেমার আলোচিত হিট গান ‘আজ কি রাত’-এর সঙ্গে।
‘থামা’ ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা। রাশমিকা ও আয়ুষ্মান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরেশ রাওয়াল।
দৈএনকে/জে .আ
