বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • প্রধান উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেননি: প্রেস সচিব গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মান জানাবে সরকার নাকভি নতুন শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি বাংলাদেশের জলবায়ু নীতি: শিশু-তরুণদের অন্তর্ভুক্তিতে অভিনন্দন ইউনিসেফের সরকারি মাদ্রাসার শিক্ষাকে আধুনিকীকরণের অঙ্গীকার শিক্ষ উপদেষ্টার সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক ঘোষণা শারদীয় ছুটিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি, ১৯ কিমি যানজট রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ালো মার্কিন ও ব্রিটিশ সরকার জামায়াত নেতা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন রাষ্ট্রদূত ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি: দায়িত্বে ১৯৪ ম্যাজিস্ট্রেট
  • থামায় রাশমিকা মান্দানার নতুন রূপ

    থামায় রাশমিকা মান্দানার নতুন রূপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে বলিউডে ক্রেজের শীর্ষে রয়েছেন রাশমিকা মান্দানা। অধিকাংশ সময়ই তাকে সাধারণ বা ঘরোয়া মেয়ের চরিত্রে দেখা গেছে। তবে এবার সেই চেনা ধারার বাইরে বেরিয়ে এলেন রাশমিকা। দীনেশ বিজন প্রযোজিত ‘থামা’ নামের ভৌতিক ছবিতে তিনি দর্শকদের সামনে নতুন এবং আবেদনময়ী রূপে হাজির হয়েছেন।

    নতুন আইটেম গানে রাশমিকার সাহসী লুক নিয়ে ভক্তদের উন্মাদনা

    সোমবার  রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির নতুন গান ‘তুম মেরে না হুয়ে’। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধা গানটিতে পাওয়া গেছে আবেদনময়ী রাশমিকাকে।  গানটিতে রাশমিকার এই সচকিত উপস্থিতি অনেককে চমকে দিয়েছে। অনেক ভক্ত আবার গানে অভিনেত্রীর পারফরমেন্সের প্রশংসা করেছেন। গানটিতে রাশমিকার উপস্থিতি অনেককে চমকে দিয়েছে, অনেক ভক্ত আবার গানে অভিনেত্রীর পারফরমেন্সের প্রশংসা করেছেন।  কেউ আবার রাশমিকার গানটির তুলনা করছেন ‘স্ত্রী ২’ সিনেমার আলোচিত হিট গান ‘আজ কি রাত’-এর সঙ্গে। 

    ‘থামা’ ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা। রাশমিকা ও আয়ুষ্মান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরেশ রাওয়াল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন