ইতালির মিলানে ফ্যাশন শো মাতালেন বিটিএস জিন


মিলান ফ্যাশন উইক ২০২৫-এ রানওয়েই শুধু নয়, সব চোখ ছিল বিটিএসের জিনের দিকে। বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ডওয়াইড হ্যান্ডসাম’ খ্যাত এই তারকা আবারও প্রমাণ করলেন কেন তিনি স্টাইল আইকন। পা থেকে মাথা পর্যন্ত জিনের লুক ছিল একেবারে নিখুঁত। গুচির পোশাকে সহজ ও মার্জিত কোয়াইট লাক্সারি ফুটিয়ে তোলা হয়েছে।
প্রথমবার দেখলে তার পোশাক খুব সাধারণ মনে হতে পারে। একটা সাদা শার্টের সঙ্গে তিনি পরেছিলেন আরামদায়ক কালো প্যান্ট। অনেকটা ফরমাল ধাঁচের পোশাক হলেও, গুচি ঠিকই ক্যাজুয়াল ভাবে উপস্থাপন করেছে। সবকিছু মিলে তার লুকটিকে একেবারেই আলাদা করে তুলেছে।
শার্টের খোলা বোতাম তার লুকে স্বচ্ছন্দ্য ও হালকা সেন্সুয়ালিটি যোগ করেছে। সেই সাথে জুগিয়েছে ওভারসাইজড ফিট আরামের অনুভূতি। প্যান্টটিও ছিল বেশ ঢিলেঢালা। কিছুটা নব্বয়ের দশকের আদলে তৈরি। তার পুরো লুককে সংযোজন করেছে গুচির আইকনিক ডাবল-জি লোগো যুক্ত বেল্ট।
জিনের লুক সাম্প্রতিক বছরের হাই ফ্যাশনের একটি প্রবণতার দেখা যাচ্ছে। তার সাথে বেশ মানিয়ে গিয়েছে এই ‘কোয়াইট লাক্সারি’ লুক। গুচির চকচকে লোগো বা অতিরিক্ত ডিজাইনের প্রবণতা একদমই দেখা যায়নি। তার পরিবর্তে এবার ফোকাস ছিল ক্লাসিক টেইলারিং এবং ফেব্রিকের মানের দিকে। আরামদায়ক এই পোশাক খুব সহজে জিনের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে।
দৈএনকে/জে .আ
