বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • প্রধান উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেননি: প্রেস সচিব গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মান জানাবে সরকার নাকভি নতুন শর্তে ভারতকে ট্রফি দিতে রাজি বাংলাদেশের জলবায়ু নীতি: শিশু-তরুণদের অন্তর্ভুক্তিতে অভিনন্দন ইউনিসেফের সরকারি মাদ্রাসার শিক্ষাকে আধুনিকীকরণের অঙ্গীকার শিক্ষ উপদেষ্টার সরকারি কেনাকাটায় ই-জিপি বাধ্যতামূলক ঘোষণা শারদীয় ছুটিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি, ১৯ কিমি যানজট রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ালো মার্কিন ও ব্রিটিশ সরকার জামায়াত নেতা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন রাষ্ট্রদূত ৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি: দায়িত্বে ১৯৪ ম্যাজিস্ট্রেট
  • ইতালির মিলানে ফ্যাশন শো মাতালেন বিটিএস জিন

    ইতালির মিলানে ফ্যাশন শো মাতালেন বিটিএস জিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিলান ফ্যাশন উইক ২০২৫-এ রানওয়েই শুধু নয়, সব চোখ ছিল বিটিএসের জিনের দিকে। বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ডওয়াইড হ্যান্ডসাম’ খ্যাত এই তারকা আবারও প্রমাণ করলেন কেন তিনি স্টাইল আইকন। পা থেকে মাথা পর্যন্ত জিনের লুক ছিল একেবারে নিখুঁত। গুচির পোশাকে সহজ ও মার্জিত কোয়াইট লাক্সারি ফুটিয়ে তোলা হয়েছে।

    প্রথমবার দেখলে তার পোশাক খুব সাধারণ মনে হতে পারে। একটা সাদা শার্টের সঙ্গে তিনি পরেছিলেন আরামদায়ক কালো প্যান্ট। অনেকটা ফরমাল ধাঁচের পোশাক হলেও, গুচি ঠিকই ক্যাজুয়াল ভাবে উপস্থাপন করেছে। সবকিছু মিলে তার লুকটিকে একেবারেই আলাদা করে তুলেছে।

    শার্টের খোলা বোতাম তার লুকে স্বচ্ছন্দ্য ও হালকা সেন্সুয়ালিটি যোগ করেছে। সেই সাথে জুগিয়েছে ওভারসাইজড ফিট আরামের অনুভূতি। প্যান্টটিও ছিল বেশ ঢিলেঢালা। কিছুটা নব্বয়ের দশকের আদলে তৈরি। তার পুরো লুককে সংযোজন করেছে গুচির আইকনিক ডাবল-জি লোগো যুক্ত বেল্ট।

    জিনের লুক সাম্প্রতিক বছরের হাই ফ্যাশনের একটি প্রবণতার দেখা যাচ্ছে। তার সাথে বেশ মানিয়ে গিয়েছে এই ‘কোয়াইট লাক্সারি’ লুক। গুচির চকচকে লোগো বা অতিরিক্ত ডিজাইনের প্রবণতা একদমই দেখা যায়নি। তার পরিবর্তে এবার ফোকাস ছিল ক্লাসিক টেইলারিং এবং ফেব্রিকের মানের দিকে। আরামদায়ক এই পোশাক খুব সহজে জিনের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন