বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক প্রাণের তিন কর্মীর কারাদণ্ড, কোম্পানির দাবি ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ ভয় নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি: এনবিআর চেয়ারম্যান শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা অবৈধ অভিবাসনের মরীচিকা ও বেদনাদায়ক বাস্তবতা উড়োজাহাজ সংকটে দুবাই ও কুয়েত ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান যুক্তরাষ্ট্র থেকে দুই জাহাজ কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন!
  • অন্তরঙ্গ দৃশ্যে বাড়াবাড়ি, অস্বস্তিতে অভিনেত্রী

    অন্তরঙ্গ দৃশ্যে বাড়াবাড়ি, অস্বস্তিতে অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনয় জীবনের অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় বিভিন্ন ধরনের অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। সম্প্রতি ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং ‘ওয়ার’ সিনেমার অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলাকালীন সহঅভিনেতাদের কিছু আচরণে তিনি দুইবার বেশ অস্বস্তিতে পড়েছিলেন।

    অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় কখনো কি কোনো অভিনেতা সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন? এমন প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া জানান, এমন ঘটনা দুইবার ঘটেছে।

    অনুপ্রিয়া গোয়েঙ্কা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    অভিনেত্রীর ভাষ্যে, ‘প্রথমবার আমি বলব না যে তিনি ইচ্ছা করে সুযোগ নিচ্ছিলেন। কিন্তু একধরনের উত্তেজনা তাঁকে গ্রাস করেছিল। আমি বুঝতে পারছিলাম তিনি উত্তেজিত হচ্ছেন, যা হওয়া উচিত নয়। তখন অস্বস্তি লাগে। এ ঘটনা ঘটেছিল চুম্বনের দৃশ্যে। আরেকবার আমি এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। সেবারও ওই অভিনেতা এমন কিছু করেছিলেন, যা না করলেও চলত।’

    অনুপ্রিয়া গোয়েঙ্কা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    অনুপ্রিয়া আরও জানান, সে সময় তিনি সরাসরি অভিনেতাকে কঠোরভাবে কিছু বলেননি, তবে ইঙ্গিত দিয়ে হাত সরিয়ে দেন। ‘তখন মনে হচ্ছিল, আমি তাঁকে প্রশ্ন করিনি কেন, তিনি এটা করলেন? তিনি হয়তো বলতেন ভুলবশত হয়েছে। তাঁকে বলেছিলাম, পরের টেকে এটা করবেন না, এভাবে করবেন। এরপর তিনি নিয়ম মেনে চলেন। চুম্বনের দৃশ্যেও অনেক অভিনেতা বাড়াবাড়ি করেন যেটা খুবই অস্বস্তিকর,’ বলেন অনুপ্রিয়া।

    অনুপ্রিয়া গোয়েঙ্কা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

    অনুপ্রিয়া গোয়েঙ্কা বলিউডে আত্মপ্রকাশ করেন ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে। সবশেষ তাঁকে দেখা গেছে ‘বার্লিন’ ছবিতে।

    ওয়েব সিরিজেও অনুপ্রিয়ার দাপট সমান। ‘সেক্রেড গেমস’-এ সাইফ আলী খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজের পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্কসাইট’, ‘আশ্রম’ ইত্যাদি আলোচিত সিরিজে।

    তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ