বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট নির্বাচনের তফসিলের আগে সরকার থেকে সরে আসবেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সালমান খানের হুঁশিয়ারি : ‘বাচ্চা আছে, সাবধান’

    সালমান খানের হুঁশিয়ারি : ‘বাচ্চা আছে, সাবধান’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খানের নিরাপত্তা এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে, যার কারণে নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর করা হয়েছে। বারবার হুমকির মুখে পড়েও পরিবারের নিরাপত্তায় কখনো কোনো ছাড় দেননি তিনি। সম্প্রতি তারই একটি উদাহরণ সামনে এসেছে।

    ভাইজান খ্যাত এ তারকা সম্প্রতি ভাগ্নিকে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় পাপারাজ্জিদের ওপর রীতিমত মেজাজে ফেটে পড়েন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘দাবাং’ খ্যাত তারকাকে ভাগ্নিকে কোলে নিয়ে একটু অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভাগ্নি নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পাপারাজ্জিরা ঘিরে ধরেন সালমান খানকে। তখন সঙ্গে থাকা ভাগ্নি ক্যামেরার ঝলকানি দেখে ভয় পেয়ে নায়ক মামার গলা জড়িয়ে ধরে।

    এ সময় ভাগ্নির সুরক্ষার কথা ভেবে পাপারাজ্জিদের দূরে থাকার অনুরোধ জানান সালমান খান। তারপরই অনেকটা কড়া মেজাজে কথা বলেন, ‘খবরদার, বাচ্চা আছে।’

    এ বলি তারকা বরাবরই পরিবারের প্রতি এমন দায়িত্ববোধ রাখেন। এবার তার এমন দায়িত্ববোধের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভাগ্নের সঙ্গে মামা সালমানের এমন সম্পর্ক রীতিমত মুগ্ধ করেছে সবাইকে।

    তবে শুধু ভাগ্নি নয়, এ দিন পরিবারের সদস্যদের সঙ্গে নানা সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে সালমান খানকে। কিছুদিন আগেই মুম্বাইয়ে বোন আলভিরা অগ্নিহোত্রীর বাড়িতে রাখি উৎসবে দেখা গেছে তাকে। তার বাবা সেলিম খান, ভাই আরবাজ খান, তার স্ত্রী শুরা খান, ছেলে আরহান খান ও অর্পিতা খান শর্মাও অংশ নিয়েছিলেন এই উৎসবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন