বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট নির্বাচনের তফসিলের আগে সরকার থেকে সরে আসবেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • স্নিগ্ধার বৃষ্টি ভেজা ছবিতে উত্তাল সোশ্যাল মিডিয়ায়

    স্নিগ্ধার বৃষ্টি ভেজা ছবিতে উত্তাল সোশ্যাল মিডিয়ায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বড় পর্দায় কাজ না করলেও বর্তমানে মডেলিংয়ে সক্রিয় স্নিগ্ধা চৌধুরী। মডেলিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও তিনি বেশ জনপ্রিয়। সম্প্রতি ফেসবুকে নিজের নতুন কিছু ছবি শেয়ার করেছেন স্নিগ্ধা, যা মুহূর্তেই নজর কাড়ে অনেকের।

    ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বৃষ্টির মেঘের ছায়ায় সে যেন মেতে উঠেছে, পৃথিবী যেন তার সুরে নাচছে আর শুধু সে-ই সেই সুর শুনছে।’

    ছবিগুলো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় উঠে গেছে ফেসবুকে। অনেকেই মন্তব্য করছেন—‘বৃষ্টিতে ঝড় তুলেছে স্নিগ্ধা।’ কেউ কেউ আবার ছবিগুলো নিজেদের টাইমলাইনে শেয়ার করে মুগ্ধতা প্রকাশ করেছেন।

    SS

    প্রশংসার পাশাপাশি ছবিগুলো ঘিরে সমালোচনাও হচ্ছে অনেক। বৃষ্টিভেজা ছবি নিয়ে আলোচনা ও সমালোচনা নিয়ে স্নিগ্ধা আরটিভিকে বলেন, আসলে ছবিগুলো ওরকম কোনো প্ল্যান নিয়ে তোলা হয়নি। এগুলো আমার ফ্যামিলি ট্রিপে তোলা। ছবিগুলো আমার ভাই তুলেছে। ও পড়াশোনা করছে। ওর আসলে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার শখ। এত ভালো রেসপন্স আসবে, এটা বুঝতে পারিনি। 

    সমালোচনা নিয়ে তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ছেলেদের কাছ থেকে এত বেশি কমপ্লিমেন্ট পেয়েছি যে, ছেলেদের কমপ্লিমেন্ট বা ছেলেদের খারাপ কথা বলা এটা আমাকে একদমই টাচ করে না। কারণ এই দেশের সত্তর পার্সেন্ট ছেলে খারাপ কমেন্ট করবে, এটা খুব স্বাভাবিক। আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের এক্সপেক্টেশন এমনই থাকে। এটাই আমরা আশা করি। বরং, খারাপ কমেন্ট না করলে আমরা অবাক হয়ে যাই। 

    S2

    স্নিগ্ধা আরও বলেন, এটা হয়তো কোনোদিনই বন্ধ হবে না। অথবা তাদের পারিবারিক শিক্ষা কম আছে, ঘাটতি আছে। এটাতে আমার কোন কমেন্ট নেই বা আমি বলতেও চাই নাই। আমার ভিডিও বা ফটোতে মেয়েদের খুব ভালো রেস্পন্স দেখেছি। আমি ম্যাক্সিমাম শেয়ার মেয়েদেরই দেখেছি। তারা খুব সুন্দর করে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে। তো মেয়েদের যে মেয়েদেরকে এভাবে আপ্লোড করা বা অ্যাপ্রিশিয়েট করার বিষয়টা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর খারাপ মন্তব্যগুলো আমি দেখি না। আপনি বলতে পারেন এটা আমাকে একদমই টাচ করে না। 

    S1

    তিনি আরও জানান, ওই খারাপ মন্তব্যগুলো দেখলে আমি রাত্রিবেলা ডিপ্রেসড হয়ে যাব। পরের দিন কাজ করতে পারব না। তো আমার জীবনে আমি কখনোই কে আমাকে নিয়ে পিছে কি বলল, এটা চিন্তা করিনি। এটা চিন্তা করলে হয়তো বা যার যার জায়গায় আমরা সাকসেসফুল হতাম না বা থাকতাম না। আর যারা এই ধরনের মন্তব্য করে তাদেরকে বলতে চাই যে, আপনারা তাহলে আমাদেরকে আনফলো করে দিন। আপনারা মিডিয়ার মেয়েদেরকে ফলো করেন কেন? কোন দরকার নেই আপনাদের ফলো করার।

    S5

    ‘রাস্তা’ নামের নতুন সিনেমার ঘোষণা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। রায়হান রাফীর পরিচালনায় এই ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করার কথা ছিল নবাগত মডেল স্নিগ্ধা চৌধুরীর। ‘রাস্তা’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে মুক্তি পায়নি ছবিটি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন