শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পূর্বে চলমান অবরোধ কর্মসূচি শেষ করেছেন। এর ফলে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছাড়ার পর ট্রেন চলাচল শুরু হয়।
এ সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম এলাকায় একযোগে ঢাকা-উত্তরাঞ্চল রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন